বরিশালে চুরির অভিযোগে দুই তরুণকে নির্যাতনের ভিডিও ভাইরাল, একজন গ্রেপ্তার

বরিশালের বাবুগঞ্জে চুরির অপরাধে তরুণকে বেঁধে নির্যাতন করা হয়
ছবি: ভিডিও থেকে নেওয়া

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় লোহার পাত চুরির অভিযোগে দুই তরুণকে হাত-পা বেঁধে প্রকাশ্যে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে (ভাইরাল) পড়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভিডিওর সূত্র ধরে খোঁজ নিয়ে জানা যায়, ঘটনাটি গতকাল রোববার দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর সেতু এলাকায়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক তরুণকে হাত-পা বেঁধে তীব্র রোদের মধ্যে উপুড় করে মাটিতে ফেলে রাখা হয়েছে। এরপর পেছনে ঘুরে ঘুরে তাঁর পায়ে লোহার রড দিয়ে পেটাচ্ছেন এক ব্যক্তি। এতে সহযোগিতা করছেন একজন নারী ও আরও কয়েকজন ব্যক্তি। অপর তরুণকে মারধর করে পাশেই একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। উৎসুক জনতা চারপাশে দাঁড়িয়ে তা উপভোগ করছেন।

নির্যাতনের শিকার দুই তরুণ হলেন মিঠুন (২০) ও লিঙ্কন (২৩)। তাঁদের বাড়ি বাবুগঞ্জ উপজেলার দোয়ারিকা গ্রামে। তাঁদের যিনি নির্যাতন করছেন, তিনি বাবুগঞ্জের রহমতপুর সেতু এলাকার সেবা ইঞ্জিনিয়ারিং নামের ওয়ার্কশপের মালিক মো. হাসান। তাঁর বাড়ি বাবুগঞ্জের দোয়ারিকা গ্রামে।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার রাতে মো. হাসানের ওয়ার্কশপ থেকে বেশ কিছু লোহার পাত চুরি হয়। পরদিন সকালে দোকানমালিক হাসান এসে খোঁজ নিয়ে জানতে পারেন, পাশের ভাঙারি ব্যবসায়ী সাইদুল ইসলাম এসব চোরাই লোহার পাত কিনেছেন। এ সময় সাইদুলকেও বেধড়ক মারধর করা হয়। পরে সাইদুলের স্বীকারোক্তি অনুযায়ী মিঠুন ও লিঙ্কনকে ডেকে নিয়ে নির্যাতন করেন দোকানমালিক হাসান ও স্থানীয় কিছু লোক। মারধরে আহত ভাঙারি ব্যবসায়ী সাইদুল বর্তমানে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বরিশালের বাবুগঞ্জে চুরির অপরাধে তরুণকে বেঁধে নির্যাতন করার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে
ছবি: ভিডিও থেকে নেওয়া

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর গতকাল বিকেলে বরিশাল নগরের বিমানবন্দর থানার পুলিশ অভিযুক্ত মো. হাসানকে আটক করে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সিকদার আজ সোমবার দুপুরে প্রথম আলোকে জানান, এ ঘটনায় ভাঙারি ব্যবসায়ীর স্ত্রী বাদী হয়ে গতকাল রাতে হাসানসহ পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেছেন। ওই মামলায় হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওসি জাকির হোসেন সিকদার আরও বলেন, চুরি করা অপরাধ, তবে চোর ধরা পড়লে তাঁকে আইনের হাতে তুলে না দিয়ে হাত-পা বেঁধে নির্যাতন করা আরেকটি অপরাধ।