পঞ্চগড়ে সীমান্তের ওপারে পড়ে আছে বাংলাদেশি যুবকের লাশ
পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে আইনুল হক (৩২) নামের এক বাংলাদেশি যুবকের লাশ পড়ে থাকার খবর পাওয়া গেছে। তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগছ সীমান্তের ৪৪৮ নম্বর সীমান্তখুঁটি এলাকায় মহানন্দা নদীর পাড়ে ভারতীয় ভূখণ্ডে এ ঘটনা ঘটে।
নিহত আইনুল হক বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকার আকবর আলীর ছেলে। তাঁর দুই স্ত্রী ও তিন ছেলে-মেয়ে আছে বলে জানা গেছে। তিনি ভারতীয় গরু চোরাকারবারিদের সঙ্গে জড়িত ছিলেন, আজ বুধবার দুপুরে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুদরত-ই-খুদা প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
কুদরত-ই-খুদা জানান, গতকাল গভীর রাতে গোয়ালগছ সীমান্তের ওপারে মহানন্দা নদীর পাড়ে ভারতের ফকিরগছ এলাকায় ফাঁসি দেওয়া ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে আইনুল হক মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, আইনুল হক গরু পারাপারের জন্য ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিলেন। আজ সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে ওই যুবকের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকার খবর পায় তাঁর পরিবার। পরে বিষয়টি বিজিবিকে জানালে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে জানানো হয়েছে।
নিহত আইনুল হকের মামাতো ভাই শাহজাহান আলী বলেন, ‘যেখানে এ হত্যাকাণ্ড ঘটেছে, সেই জায়গা আমাদের বাড়ি থেকে খুব কাছে। গতকাল দিবাগত রাত সোয়া দুইটার দিকে আমরা গুলির শব্দ শুনেছি। পরে সকাল ৯টার দিকে ভারতীয় লোকজনের মাধ্যমে মহানন্দা নদীর পাড়ে আমার ভাইয়ের লাশ পড়ে থাকার খবর পাই। পরে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিজিবিকে জানাই।’
শাহজাহান জানান, গতকাল রাতে স্থানীয় গরু পাচারকারীদের সঙ্গে আইনুল হক ভারতে গিয়েছিলেন। গুলিবিদ্ধ লাশটি আইনুল হকের, সেটা তাঁরা নিশ্চিত হয়েছেন। কিন্তু আইনুলের সঙ্গে গরু পাচারকারী যাঁরা গেছেন, তাঁরা কেন লাশটি নিয়ে এলেন না, সেটা তাঁদের সন্দেহ তৈরি করছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল যুবায়েদ হাসান বলেন, বাংলাবান্ধার গোয়ালগছ বিওপির আওতাধীন এলাকার কাছাকাছি ভারতীয় ভূখণ্ডে মহানন্দা নদীর পাড়ে এক বাংলাদেশি যুবক হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে। স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে খবর পেয়ে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত বিএসএফের কোনো সাড়া পাওয়া যায়নি।
যুবায়েদ হাসান বলেন, ‘আজ দুপুর পর্যন্ত লাশটি সেখানেই পড়ে ছিল বলে জেনেছি। বিএসএফ পতাকা বৈঠকে সাড়া দিলে এবং পতাকা বৈঠক অনুষ্ঠিত হলে বোঝা যাবে, তারা ঘটনাটি স্বীকার করছে কি না। এ বিষয়ে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।’