বিএনপি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায়: সৈয়দ এমরান সালেহ প্রিন্স
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ধারণা নয়, বিএনপি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায়। সংস্কারের নামে অযথা সময়ক্ষেপণ দেশি-বিদেশি চক্রান্তকারীদের সুযোগ করে দেবে। আজ সোমবার দুপুর ১২টায় ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক সমাবেশে এ কথা বলেন তিনি।
মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন শেষে ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সমাবেশটি অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ধোবাউড়া বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি কার্যালয় থেকে শহীদ মিনার, সোনালী ব্যাংক, ধোবাউড়া বাজার, ধানমহল, থানা মোড়, হাসপাতাল মোড়সহ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, সরকারের রাজনৈতিক দল গঠনের ইচ্ছা না থাকলে নির্বাচনের লক্ষ্যে প্রত্যাশিত সংস্কার এনে প্রধান উপদেষ্টার ভাষণে উল্লেখিত সময়সীমার আগেই অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব।
এমরান সালেহ প্রিন্স বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা এবং ২০২৪–এর ছাত্র–গণবিপ্লবের আকাঙ্ক্ষা এক ও অভিন্ন। স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের পরিবর্তে আওয়ামী লীগ লুটপাট, দুর্নীতি ও গণতন্ত্র হরণের মধ্য দিয়ে চেতনা ও আকাঙ্ক্ষাকে নস্যাৎ করেছিল। বিএনপির এই নেতা আওয়ামী লীগ প্রসঙ্গে বলেন, মুক্তিযুদ্ধের বিজয়ের পর আওয়ামী লীগের কারণেই যুদ্ধের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয় নাই। জনগণের প্রত্যাশিত মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ সে সময় জাতি হারিয়েছিল। ২০২৪–এর বিপ্লবে ফ্যাসিবাদের অবসানের পর জাতি আবার নতুন করে স্বাধীন হয়েছে। ফ্যাসিবাদমুক্ত পরিবেশে বিজয় দিবসে জনগণ এবার এই স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছেন।
শোভাযাত্রা ও সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিন, অধ্যাপক আজহারুল ইসলাম, আনিসুর রহমান, মোয়াজ্জেম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।