জামালপুরে ১৬টি পাঠাগার পেল ৫ হাজার বই

ক্যাপশন: বিকাশ–প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বই উপহার পেল জামালপুরের ১৬ টি পাঠাগার

সবাইকে মনে রাখতে হবে, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের চেয়ে গুরুত্বপূর্ণ একটি পাঠাগার। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে উঠবে। ঐক্যবদ্ধভাবে সবাইকে বই পড়ার আন্দোলন গড়ে তুলতে হবে। 

গতকাল বুধবার দুপুর ১২টার দিকে বিকাশ-প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে জামালপুর শহরের মুকুন্দবাড়ী এলাকার একটি কক্ষে বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ১৬টি পাঠাগারকে প্রায় ৫ হাজার বই দেওয়া হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে জামালপুর বন্ধুসভা। 

গতকাল বই পেয়েছে জামালপুরের অপরাজেয় বাংলাদেশ, আসাদ মিলন স্মৃতি পাঠাগার, ভাষাসৈনিক মতি মিয়া ফাউন্ডেশন, শিশু পরিবার, সরকার নাসির উদ্দীন সরকার স্মৃতি পাঠাগার, সেলিম সামছুল হুদা স্মৃতি পাঠাগার, সাংবাদিক দুলাল হোসাইন সমাজকল্যাণ সংস্থা, মানববিদ্যা পাঠাগার, মাসুদ মাস্টার স্মৃতি পাঠাগার, সিংহজানি বালিকা উচ্চবিদ্যালয়, বানিয়া বাজার উচ্চবিদ্যালয়, রিয়াজ উদ্দিন স্মৃতি পাঠাগার, বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মেলান্দহ উমির উদ্দিন পাইলট হাইস্কুল ও ডেফুলিবাড়ী উচ্চবিদ্যালয় ও বন্ধু পাঠাগার।

অনুষ্ঠানে বক্তব্য দেন জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিশাম আল মহান্নাভ, সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলার সাধারণ সম্পাদক হিল্লোল সরকার প্রমুখ।

এ বছর দেশের সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও বৃদ্ধাশ্রমে মোট ১ লাখ ২০ হাজার বই বিতরণের উদ্যোগ নিয়েছে বিকাশ। এতে সহযোগী হিসেবে কাজ করছে প্রথম আলো ট্রাস্ট।