রাতে ঘর থেকে বেরিয়ে ফেরেননি, সকালে সড়কের পাশে মিলল যুবকের লাশ

বেলাল হোসেন মোছাদ্দিরছবি: সংগৃহীত

মুদিদোকানের কর্মচারী বেলাল হোসেন মোছাদ্দির (২১) প্রতিদিনের মতো দোকান বন্ধ করে গতকাল মঙ্গলবার রাত ১০টায় বাড়ি ফেরেন। এর ঘণ্টাখানেক পর বাড়ি থেকে আবার বেরিয়ে যান তিনি। রাতে আর বাড়ি ফেরেননি মোছাদ্দির। আজ বুধবার সকালে সড়কের পাশে একটি জমি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

ফেনীর ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর এলাকায় এই ঘটনা ঘটেছে। আজ সকালে দক্ষিণ সতর উচ্চবিদ্যালয়ের পাশের জমিতে তাঁর বেলালের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানান এলাকাবাসী। এরপর পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে। নিহত বেলাল হোসেন মোছাদ্দির দক্ষিণ সতর এলাকার মিন্টু মোছাদ্দিরের ছেলে।

নিহত বেলালের বাবা মিন্টু মোছাদ্দির প্রথম আলোকে বলেন, ‘বেশ কয়েক বছর আগে বেলালের মায়ের মৃত্যু হয়। তাঁদের পারিবারিকভাবে কোনো শত্রু নেই। বেলাল ঘর থেকে রাতে বের হয়ে না ফেরায় তাঁরা চিন্তিত ছিলেন। কিন্তু সকালে ছেলের লাশ পাওয়া যাবে তা ভাবতে পারছেন না। কীভাবে বেলালের মৃত্যু হয়েছে, তা খুঁজে বের করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, বেলালের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তাঁর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। ময়নাতদন্তে বিস্তারিত বেরিয়ে আসবে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।