‌সিলেট সীমান্তে ভারতীয় খা‌সিয়াদের গু‌লিতে দুই বাংলাদেশি আহত

বাংলাদেশ-ভারত সীমান্তফাইল ছবি: রয়টার্স

সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দি সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ‌্যার দিকে বিছনাকান্দি সীমান্তে মরকি টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের কুলুমছড়া পার এলাকার জাকির মিয়ার ছেলে ইয়ামিন মিয়া ও একই এলাকার আক্তার হোসেন। সম্পর্কে তাঁরা চাচা–ভাতিজা।

স্থানীয় সূত্র ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, বিছনাকান্দি ইউনিয়নের বিছনাকান্দি মর‌কি টিলার ১২৬৪ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে গতকাল কয়েকজন বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। ভারত সীমান্তে প্রবেশের পর সেখানকার খা‌সিয়াদের সঙ্গে তাঁদের বিরোধ হয়। এ সময় খা‌সিয়াদের ছোঁড়া গুলিতে বাংলাদেশের দুজন আহত হন। পরে তাঁরা বাংলাদেশ সীমান্তে পা‌লিয়ে আসেন।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা স্থানীয় ও গোয়েন্দা সূত্রে জানতে পেরে‌ছি, গতকাল বিকেলে কয়েকজন বাংলাদেশি বিছনাকা‌ন্দি এলাকায় ভারত সীমান্তে অবৈধভাবে প্রবেশ করে‌ছিলেন। সেখানে ভারতীয় খা‌সিয়াদের সঙ্গে টাকাপয়সা নিয়ে তাঁদের বিরোধ হয়। এতে ভারতীয় খা‌সিয়ারা তাঁদের লক্ষ‌্য করে গু‌লি ছোড়েন। এ সময় দুজন ছররা গু‌লিতে আহত হয়েছেন। আহতসহ অন‌্যরা বাংলাদেশ সীমান্তের অভ‌্যন্তরে ফিরেছেন।’

নাজমুল হক আরও বলেন, আহত ব্যক্তিদের পাঁয়ে ছররা গুলি লেগেছে। তাঁরা আত্মগোপনে থেকে চি‌কিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। তাঁরা শঙ্কা মুক্ত রয়েছেন। এ বিষয়ে বি‌জি‌বি আরও খোঁজ নিচ্ছে।