চট্টগ্রামে তল্লাশিচৌকিতে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডার পর অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ২
চট্টগ্রামে তল্লাশিচৌকিতে পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মোরশেদ খান ও মোহাম্মদ করিম। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে নগরের চান্দগাঁও থানার মোহরা কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহত হন চান্দগাঁও থানার এসআই মো. হাবিবুর রহমান, এএসআই অসিত নাথ, কনস্টেবল আবদুস সাত্তার, মো. আমিরুল ইসলাম ও ফরিদ শেখ। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা মোহরা পুলিশ বক্সের সামনে রাস্তার ওপর চান্দগাঁও থানার এএসআই অসিত নাথ ফোর্সসহ তল্লাশিচৌকিতে দায়িত্ব পালনকালে একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুজনকে জিজ্ঞাসাবাদ করেন। ওই সময় তাঁরা দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে বাগ্বিতণ্ডতায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে পুলিশ সদস্যদের ওপর তাঁরা হামলা চালান। তাঁদের কাছে থাকা অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে চার পুলিশ সদস্য আহত হন।
ওসি আফতাব উদ্দিন আরও বলেন, ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। পুলিশের কাজে বাধা ও হামলা করে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।