ফরিদপুরে এক্সপ্রেসওয়ের ওয়ালে বাসের ধাক্কা, ছিটকে পড়ে সুপারভাইজার নিহত
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস থেকে ছিটকে সড়কে পড়ে এক সুপারভাইজার নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত নয়টার দিকে উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জুবায়ের শেখ (৩৫)। তিনি খুলনা সদরের তুতপাড়া মহল্লার আবুল হাসানের ছেলে।
শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত নয়টার দিকে ঘটনাস্থলে খুলনা থেকে ঢাকাগামী জি এম এস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের সাইড ওয়ালে ধাক্কা দেয়। এ সময় বাসের দরজার কাছে দাঁড়িয়ে ছিলেন সুপারভাইজার জুবায়ের শেখ। বাস থেকে ছিটকে পড়ে তিনি কংক্রিটের সঙ্গে ধাক্কা খান। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি। পরে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক তমাল সরকার জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় জুবায়েরের বাবা আবুল হাসান বাদী হয়ে সড়ক দুর্ঘটনা আইনে শিবচর হাইওয়ে থানায় একটি মামলা করেছেন। ওই বাসের চালককে আসামি করা হয়েছে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।