রাজনীতিতে আবারও কালো মেঘ দেখতে পাচ্ছি: গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে আবারও কালো মেঘ দেখতে পাচ্ছি। দিল্লির আধিপত্যবাদের কালো থাবা আবারও কোনো কোনো রাজনৈতিক নেতার ওপর ভর করছে। যে কারণে আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের সুর দিচ্ছেন ওই সব রাজনৈতিক নেতা।’
আজ রোববার খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা শাখা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পরওয়ার। তিনি বলেন, ‘দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদকে বিদায় দিয়ে যখন একটি নতুন বাংলাদেশের যাত্রা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, তখনই নতুন রূপে আধিপত্যবাদ বিস্তারের অপচেষ্টা চলছে। এমনকি ইসলামি শক্তিকে আলাদা করারও ষড়যন্ত্র চলছে। আবু সাঈদ, মীর মুগ্ধসহ জুলাই আন্দোলনের শহীদেরা আমাদের দেখিয়ে গেছে, জীবন দিয়ে হলেও এ দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু কোরআনের আইন ছাড়া ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমানের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুস, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য খুলনা অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য খুলনা মহানগরীর আমীর মাহফুজুর রহমান, খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম, জাগপার মহানগর সভাপতি মো. সালাহউদ্দিন, জামায়াতের মহানগরী নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান, জেলা নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার ও কবিরুল ইসলাম।
বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, পবিত্র কোরআনের আইন ছাড়া ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। রাষ্ট্রীয় জীবনে আল্লাহর আইন না থাকলে ব্যক্তিজীবনে আল্লাহর আইন মানা সম্ভব নয়। এ জন্য আগামী দিনের রাষ্ট্রকাঠামো হোক ইসলামের, পবিত্র কোরআনের, এমন প্রত্যাশাও করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। জাতীয় ঐক্যের মধ্য দিয়ে একটি বরকতপূর্ণ দেশ গড়ার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের খুলনা মহানগরের সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন, সহকারী সেক্রেটারি শাহ আলম, কয়রা উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান, ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মুক্তার হুসাইন, ফুলতলা উপজেলা আমির অধ্যাপক আবদুল আলিম মোল্লা, খানজাহান আলী থানা আমীর সৈয়দ হাসান মাহমুদ, দিঘলিয়া উপজেলা আমির মাওলানা আবুল হাসান, রূপসা উপজেলা আমির মাওলানা লবিবুল ইসলাম, বটিয়াঘাটা উপজেলা আমির মাওলানা শেখ আবু ইউসুফ, দাকোপ উপজেলা আমির মাওলানা আবু সাঈদ, মহানগর ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন, দক্ষিণ জেলা সভাপতি আবু জার গিফারী, উত্তর জেলা সভাপতি আবু ইউসুফ ফকির প্রমুখ।