পবায় প্রতিপক্ষকে না পেয়ে অন্য তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ
রাজশাহীর পবা উপজেলায় প্রতিপক্ষকে না পেয়ে গ্রামের এক তরুণকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার তালগাছি গ্রামে হামলার ঘটনা ঘটে। নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে ওই তরুণের মৃত্যু হয়।
নিহত তরুণের নাম মো. রব্বানী ওরফে রাব্বি (২৬)। তিনি পবার তালগাছি গ্রামের মো. ইসরাফিল হোসেনের ছেলে। তিনি কৃষিকাজ করতেন। তাঁর লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় নিহত তরুণের বাবা বাদী হয়ে আজ শুক্রবার থানায় মামলা করেছেন। এতে আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ঈদের দিন বিকেলে তালগাছি গ্রামে জনি নামের এক ব্যক্তি তাঁর স্ত্রীকে নিয়ে ওই গ্রামের বিলে একটি সেতুতে বেড়াতে যান। এ সময় উপজেলার মাধাইপাড়া গ্রামের জীবন ও জাকির নামের দুই মোটরসাইকেল আরোহী জনিকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা–কাটাকাটি হলে স্থানীয় লোকজন সমঝোতা করে তাঁদের সরিয়ে দেন। তবে বিষয়টি না মেনে সন্ধ্যার দিকে জনি তাঁর গ্রামের রাসেল, মিলন, শান্তসহ আরও কয়েক তরুণকে সঙ্গে নিয়ে তালগাছি বিলে আসেন। সেখানে জীবন ও জাকিরকে খুঁজতে থাকেন তাঁরা। এ সময় জীবন ও জাকিরকে না পেয়ে তালগাছি গ্রামের রাব্বিকে পেয়ে মারধর শুরু করেন তাঁরা। এ সময় রাব্বি পালানোর চেষ্টা করলেও জনি ও তাঁর লোকজন ধাওয়া করে তাঁকে লাঠি দিয়ে পেটান। এ সময় রাব্বির বাবা ইসরাইলসহ গ্রামের লোকজন বাধা দিলে তাঁরা সেখান থেকে পালিয়ে যান।
লাঠির আঘাতে রাব্বির মাথায় জখম হলে দ্রুত তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে রাতে তাঁকে হাসপাতালের পাশে একটি বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে রাত আড়াইটার দিকে রাব্বি মারা যান।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ পারভেজ বলেন, মোটরসাইকেলে ধাক্কা দেওয়া থেকে ঘটনার সূত্রপাত। এ ঘটনায় রাব্বিকে কেন পেটানো হলো, সে বিষয়ে তদন্ত চলছে। ইতিমধ্যে রাব্বির বাবা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তিনি আরও বলেন, রাব্বির লাশ এখনো মর্গে আছে। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে।