কক্সবাজারে কাল শুরু হচ্ছে তিন দিনের ‘বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল’
কক্সবাজারে কাল বুধবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল’। থাকছে দেশ-বিদেশের তারকা শিল্পীর গান ও নাচের পরিবেশনা। তার সঙ্গে রকমারি খাবার ও পানীয়ের আয়োজন। প্রদর্শিত হবে এশিয়ার মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব বুসানে পুরস্কারজয়ী সিনেমা বলী, দ্য রেসলার।
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের প্যাঁচার দ্বীপ সৈকতের পরিবেশবান্ধব মারমেইড বিচ রিসোর্টের নিজস্ব সৈকতে এই ফেস্টিভ্যাল হচ্ছে। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
দেখা গেছে, মারমেইড বিচ রিসোর্টের পশ্চিম পাশে ৩০০ ফুট লম্বা সুইমিংপুল। তার পশ্চিম পাশের খোলা মাঠে তৈরি হয়েছে বিশাল একটি লাল কাঁকড়া। সেটিকে মঞ্চ বানিয়ে সাজানো হয়েছে ফেস্টিভ্যালের জমকালো আসর।
যুক্তরাষ্ট্রের ব্ল্যাক রক সিটির বার্নিং ম্যান প্রজেক্টের আদলে মারমেইড বিচ রিসোর্টে আয়োজিত হচ্ছে ‘বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল’। ৩১ জানুয়ারি পর্যন্ত তিন দিনের এই উৎসব দর্শকদের মাতিয়ে তুলবে জানান ফেস্টিভ্যালের আয়োজক মারমেইড ইকো ট্যুরিজম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল হক চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, উৎসবের তিন দিনে অতিথিদের রোমাঞ্চকর সব অভিজ্ঞতার মধ্যে নিয়ে যেতে চাই আমরা। এটি হবে তাঁদের জীবনের সেরা অভিজ্ঞতাগুলোর একটি। উৎসবে থাকবে চমকপ্রদ সব অ্যাক্টিভিটি আর শো, যা অংশগ্রহণকারীদের রোমাঞ্চকর অভিজ্ঞতা দেবে। শিল্পকর্ম, স্থাপনা এবং সাংস্কৃতিক প্রদর্শনীর মধ্য দিয়েও নতুন এক অভিজ্ঞতা উপভোগ করবেন তাঁরা। উৎসবে অংশ নিচ্ছেন দেশের সেরা রাঁধুনিরাও। থাকছে সেরা খাবার ও পানীয়র আয়োজন। উৎসবের কিউরেটর হিসেবে যুক্ত রয়েছেন খ্যাতিমান জাপানি ফেস্টিভ্যাল আর্কিটেক্ট এবং লাইটিং ডিজাইনার জিরো এন্দো।
আয়োজক প্রতিষ্ঠান জানায়, বিশ্বের সবচেয়ে বড় শিল্প ও সংস্কৃতি উৎসবগুলোর মধ্যে অন্যতম ‘বার্নিং ম্যান’। উৎসবটি নেভাডা, যুক্তরাষ্ট্রের ব্ল্যাক রক সিটির মরুভূমিতে প্রতিবছর অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পী, উদ্যোক্তা এবং দর্শকেরা এসে একত্র হন। সৃজনশীলতা, মুক্ত পরিবেশ এবং স্বাধীনতা—এগুলোই হচ্ছে উৎসবের মূলমন্ত্র। বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যালও সেই একই আদর্শে আয়োজিত হচ্ছে।