লক্ষ্মীপুরে জরায়ুমুখের টিকা নেওয়ার পর ১০ ছাত্রী অসুস্থ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে টিকা দেওয়ার পর ১০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। আজ দুপুরে টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তাদের রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ছবি- প্রথম আলো

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়ার পর ১০ ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তারা রায়পুর এল এম পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার দুপুরে টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তাদের রায়পুর হাসপাতালে ভর্তি করা হয়।

তবে চিকিৎসকেরা জানিয়েছেন, টিকা নেওয়ার পর ভয়ে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে। এখন সবাই শঙ্কামুক্ত। কারও বড় ধরনের কোনো সমস্যা হয়নি। তবে একজন ছাত্রীর পেটে ব্যথা রয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক ও হাসপাতাল সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের ৬০ ছাত্রীকে আজ দুপুরে এইচপিভি টিকা দেওয়া হয়। টিকা প্রয়োগের পর প্রথমে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকলে তাদের রায়পুর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা দেওয়ার পর তারা অনেকে সুস্থ হয়ে ওঠে।

রায়পুর এল এম পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বলেন, ‘টিকা নেওয়ার আধা ঘণ্টার মধ্যেই প্রায় ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে ১০ জনকে বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সুস্থ হয়ে ওঠে। অন্য ১০ জনকে আমরা হাসপাতালে ভর্তি করেছি। তাদের বয়স ১০ থেকে ১৪ বছরের মধ্যে।’

রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক (রোগ নিয়ন্ত্রণ) সৈয়দ জুবায়ের বলেন, টিকার প্রভাবে শিক্ষার্থীরা ভয় পেয়েছে। এতে কয়েকজন অসুস্থ হয়েছে। যারা চিকিৎসা নিতে এসেছে, তারা সুস্থ ও শঙ্কামুক্ত।

রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম বলেন, একজনের দেখাদেখি অন্যজন অসুস্থ হয়েছে। এটি গণমনস্তাত্ত্বিক রোগ। ভয় থেকে অসুস্থ হয়েছে, যা কয়েক ঘণ্টা পর ঠিক হয়ে যাবে।