শেরপুর থেকে আত্মসাৎ করা ২০ টন আটাভর্তি ট্রাক ঝিনাইদহে উদ্ধার, গ্রেপ্তার ২
বগুড়ার শেরপুর থেকে আত্মসাৎ করা ৫০ কেজি ওজনের ৩৯৮ বস্তা আটাভর্তি একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মোবারকগঞ্জ চিনিকলের সামনে অভিযান চালিয়ে মালামালভর্তি ট্রাকটি জব্দ করা হয়।
একই সঙ্গে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রাকচালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের গড়েরবাড়ি গ্রামের ট্রাকচালক বেলাল হোসেন (৪০) ও তাঁর সহকারী একই ইউনিয়নের টোলার গেট এলাকার মো. মোস্তফা (৩৮)। আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
থানা-পুলিশ সূত্র জানায়, আটাভর্তি ট্রাক আত্মসাতের ঘটনায় গত বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ করেন ট্রাকের মালিক কাওছার আহমেদ। তাঁর বাড়ি শেরপুরের গড়েরবাড়ি গ্রামে।
শেরপুর থানার পরিদর্শক (এসআই) সাঈফ আহমেদ বলেন, গত সোমবার দুপুরে উপজেলার দড়িমুকন্দ বাজারের ব্যবসায়ী শামীম শেখের (৫৮) গুদাম থেকে ৩৯৮ বস্তা আটা নিয়ে গ্রেপ্তার ট্রাকচালক ও তাঁর সহকারী বগুড়ার নন্দীগ্রামে একটি কারখানার উদ্দেশে রওনা দেন। কিন্তু মালামাল গন্তব্য না নিয়ে আত্মসাতের উদ্দেশ্যে তাঁরা ঝিনাইদহের কালীগঞ্জে নিয়ে যান। এ ঘটনায় বুধবার থানায় অভিযোগ দিলে ট্রাকচালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করা হয়। পরে কালীগঞ্জ পৌরসভার একটি সড়কের ওপর থেকে মালামালভর্তি ট্রাকটি জব্দ করা হয়। গ্রেপ্তার দুজন পুলিশের কাছে স্বীকার করেছেন, এ কাজে তাঁদের সঙ্গে আরও কয়েকজন জড়িত।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে ঘটনায় জড়িত ট্রাকচালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করার পর মালামাল ও ট্রাকটি উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত অন্যদের ব্যাপারে অনুসন্ধান চলছে।