সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় মাছ ধরার নৌকাডুবি, শিশু নিখোঁজ

লঞ্চের ধাক্কায় নৌকাডুবির পর উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ সকালে ঝালকাঠির নলছিটির গৌরিপাশা এলাকাসংলগ্ন সুগন্ধা নদীতেছবি: প্রথম আলো

ঝালকাঠির নলছিটিতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে ১০ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে উপজেলার গৌরিপাশা এলাকাসংলগ্ন সুগন্ধা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ রায়হান মল্লিক (১০) ওই এলাকার আলী মল্লিকের ছেলে। ওই ঘটনার পর নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। লঞ্চের ধাক্কায় নৌকায় থাকা বিপ্লব হাওলাদার নামের এক জেলে আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানা গেছে, নলছিটির পৌর এলাকার গৌড়িপাশা গ্রামসংলগ্ন সুগন্ধা নদীতে আজ সকাল ছয়টার দিকে মাছ ধরা নৌকার সঙ্গে ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চের সংঘর্ষ হয়। এতে নৌকাটি ডুবে যায়। নৌকা ডুবে রায়হান নিখোঁজ হয়। ভোর ছয়টার দিকে প্রতিবেশী বিপ্লব হাওলাদার নামের এক জেলের সঙ্গে সে মাছ ধরা দেখতে গিয়েছিল।

নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মফিজুর রহমান বলেন, জাল ফেলার পর নদীতে অপেক্ষমাণ থাকা অবস্থায় ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চ নৌকাটিকে ধাক্কা দেয়। নৌকাটি সেখানেই ডুবে যায়। জেলে বিপ্লব হাওলাদার সাঁতরে অন্য নৌকায় ওঠেন। রায়হান নদীতে নিখোঁজ হয়।