পাবনায় মানসিক ভারসাম্যহীন যুবকের গলাকাটা লাশ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
পাবনায় ইসলামি জলসা থেকে বাড়ি ফেরার পথে মো. আসিফ হোসেন (৩২) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই সঙ্গে তাঁর গোপন অঙ্গ কেটে ফেলা হয়েছে। আজ শুক্রবার সকালে আতাইকুলা থানার গঙ্গারামপুর গ্রামের পরিত্যক্ত একটি মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আসিফ পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার পীরপুর গ্রামের বাসিন্দা। চার বছর আগে তিনি বিয়ে করেছিলেন। এরপর মানসিক ভারসাম্য হারালে গত বছর স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসার নিয়ে চার মাস আগে বাড়ি ফিরেছিলেন তিনি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা ও আসিফের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাবনায় চিকিৎসা শেষে বাড়িতে ফেরার পর কিছুদিন মানসিকভাবে সুস্থ ছিলেন তিনি। গতকাল রাতে গ্রামের একটি ইসলামি জলসায় যান আসিফ। জলসা শেষে তাঁর সাবেক স্ত্রীর বাড়িতে যাওয়ার কথা ছিল। পরে জলসা শেষে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে গ্রামের লোকজন ঘটনাস্থলে আসিফের গলাকাটা লাশ দেখতে পান। আজ সকালে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
আসিফের ছোট ভাই নীরব হোসেনের দাবি, তাঁর ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ হত্যার বিচার চান তিনি।
আসিফের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান আতাইকুলা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান। তিনি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।