গাইবান্ধায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় পুলিশের লাঠিপেটা, আহত ১৫

পুলিশের সঙ্গে বিএনপি-যুবদল নেতা–কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া। আজ বিকেলে গাইবান্ধা শহরের পার্ক রোডে
ছবি: সংগৃহীত

গাইবান্ধায় পুলিশের সঙ্গে বিএনপি-যুবদলের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিপেটার ঘটনা ঘটেছে। এতে বিএনপির অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সোয়া পাঁচটার দিকে শহরের পার্ক রোডে এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় পুলিশ বিএনপির দুই নেতাকে আটক করেছে।

আরও পড়ুন

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নেতা-কর্মীরা জানান, আজ বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বিকেল সাড়ে চারটার দিকে জেলা বিএনপি শহরের সার্কুলার রোডের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে। এটি শহর প্রদক্ষিণ করে পার্ক রোডে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে বিএনপি-যুবদলের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ এবং নেতা-কর্মীদের লাঠিপেটা করে। এতে বিএনপি ও যুবদলের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হন। তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে সার্কুলার রোডের দলীয় কার্যালয় থেকে পুলিশ বিএনপির দুই নেতাকে আটক করে।

আরও পড়ুন
গাইবান্ধায় বিএনপি-যুবদল নেতা–কর্মীদের সংঘর্ষের সময় শহরের সার্কুলার রোডে জেলা বিএনপির কাযালয়ের সামনে পুলিশের অবস্থান। আজ বিকেলে
ছবি: সংগৃহীত

গাইবান্ধা সদর থানা বিএনপির সদস্যসচিব ইলিয়াস হোসেন বলেন, কোনো কারণ ছাড়াই পুলিশ বিএনপির নেতা-কর্মীদের শান্তিপূর্ণ শোভাযাত্রায় বাধা দেয় এবং লাঠিপেটা করে। তারা কাঁদানে গ্যাসের শেল ছুড়ে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বিএনপি ও যুবদলের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। ফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।

আরও পড়ুন

জানতে চাইলে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিএনপির নেতা-কর্মীরা শোভাযাত্রা থেকে পার্ক রোডের কয়েকটি দোকান ভাঙচুর এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের ছয়টি শেল ছোড়া হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন