বগুড়ায় সুন্নতি মহাসম্মেলনে দরবার-মাজারে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি
দেশে নতুন করে কোনো পীরের মাজার, দরবার ও খানকা শরিফে হামলার চেষ্টা হলে পীর-মুর্শিদ ও হক্কানি আলেমদের সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বগুড়ায় সুন্নতি মহাসম্মেলনের বক্তারা। একই সঙ্গে মাজার, দরবারে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
আজ রোববার দুপুর ১২টায় বগুড়ার বারোপুর হক্কের দাওয়াত সিদ্দিকিয়া দরবার সুন্নতি জামে মসজিদ ও সুন্নতি স্কুলে আয়োজিত মহাসম্মেলনে এ দাবি জানানো হয়। হক্কের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরিফের পীর এম এম আশরাফ আলীমুল্লহ সিদ্দিকী এতে সভাপতিত্ব করেন।
মহাসম্মেলনে জামেয়া মাদানিয়্যাহ দারুল হাবিবের অধ্যক্ষ মুফতি মুহাম্মাদ আনোয়ার হোসাইন সাইফী, গোপালগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম বাইশহাজারী, দলিলভিত্তিক আলোচক মুফতি মুহাম্মাদ আলাউদ্দিন জিহাদী, লেখক মুফতি মুহাম্মাদ শহিদুল্লাহ বাহাদুর, মুহাম্মাদ হাসানুর রহমান হোসাইনী নকশবন্দী, ঢাকার মাওলানা মুফতি হাসনাইন আল কাদরী, নারায়ণগঞ্জের মাওলানা মুফতি তামিম বিল্লাহ আল কাদরী, ঝিনাইদহের মাওলানা মুফতি আসাদুজ্জামান জিহাদী প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে পাবনার চড়াডাঙ্গা দরবার শরিফ, শাহজাদপুর ওয়ারিছিয়া দরবার শরিফ, বগুড়ার রামশহর দরবার শরিফ, ঝোপগাড়ী দরবার শরিফ, মধুপুর দরবার শরিফ, রাসুলে নোমা দরবার শরিফ, মহাদেবপুর চিশতিয়া দরবার শরিফ, ওছলগাড়ী দরবার শরিফ, গাইবান্ধার ওয়াহেদী দরবার শরিফ, নাকশবন্দিয়া মোজাদেদ্দিয়া দরবার শরিফ, পরশনবী দরবার শরিফ, রাজশাহী সদকাহ দরবার শরিফের পীর ও খলিফারা উপস্থিত ছিলেন। মহাসম্মেলন শেষে আশরাফ আলীমুল্লহ সিদ্দিকীকে সভাপতি করে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উত্তরবঙ্গের কমিটি গঠন করা হয়।