চট্টগ্রামে বাগ্বিতণ্ডার জেরে গাড়িচালকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
চট্টগ্রাম নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বাগ্বিতণ্ডার জেরে দুই ঘণ্টা সড়ক অবরোধ করেছেন কনটেইনারবাহী গাড়ি প্রাইম মুভার ট্রেইলার চালকেরা। আজ বুধবার বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত অবরোধ থাকায় প্রধান এ সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সল্টগোলা ক্রসিং মোড়ে বন্দরে ঢোকার জন্য মূল রাস্তায় কনটেইনারবাহী গাড়ি নিয়ে অপেক্ষমাণ ছিলেন চালকেরা। তবে রাস্তায় পাশাপাশি দুটি গাড়ির সারির কারণে যান চলাচলে সমস্যা হচ্ছিল। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়ি যাওয়ার সময় জটে পড়ে। এ নিয়ে চালকদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়।
তবে চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান প্রথম আলোকে বলেন, পার্কিং না থাকায় সিরিয়াল অনুযায়ী রাস্তা থেকে বন্দরে কনটেইনারবাহী গাড়ি নেওয়া হচ্ছিল। এ নিয়ে রাস্তায় জটলা হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের লাঠিপেটা করেন। এ নিয়ে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তবে পরবর্তী সময়ে বিষয়টি মীমাংসা হয়।
চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. মাইনুদ্দিন প্রথম আলোকে বলেন, বেলা একটায় এ ঘটনা ঘটে। পরে বেলা তিনটায় মীমাংসা হয়।
জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘ভুল–বোঝাবুঝি থেকে এই সমস্যা তৈরি হয়েছিল। তবে ঘটনা মীমাংসা হয়ে গেছে।’