খুলনায় জাসাস ও বিএনপির তিন নেতাকে সাময়িক বহিষ্কার
দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে খুলনার রূপসা উপজেলায় বিএনপির একজন এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) দুজন নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তিন নেতার বহিষ্কারের এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কার হওয়া নেতারা হলেন রূপসা উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক শাহজালাল লস্কর ও যুগ্ম আহ্বায়ক মো. খালিদ লস্কর এবং ঘাটভোগ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সজীব মোল্লা। এই তিন নেতার সব ধরনের দলীয় কার্যক্রম স্থগিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গতকাল রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান ও সদস্যসচিব মো. জাবেদ হোসেন মল্লিক খুলনা জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর ওই তিন নেতাকে বহিষ্কারের সুপারিশ করেন। বহিষ্কার সুপারিশের ওই চিঠিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন পরিষদে (ইউপি) সালিস–বিচার চলাকালে রূপসা উপজেলা জাসাসের আহ্বায়ক শাহাজালাল লস্কর, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক খালিদ লস্কর এবং ঘাটভোগ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সজিব মোল্লা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস এম মালেক ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলামের ওপর অতর্কিত হামলা করেন। আহত ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত ওই তিন নেতার বিরুদ্ধে এর আগেও সামাজিক অপরাধমূলক (চাঁদাবাজি ও সন্ত্রাসী) কর্মকাণ্ডের অভিযোগ আছে।
চিঠিতে বলা হয়েছে, গত বছরের সেপ্টেম্বরে দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে ওই তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এ ছাড়া মৌখিকভাবে তাঁদের এসব অপরাধমূলক কাজ থেকে বিরত থাকার জন্য বারবার বলা হয়েছে।