স্ত্রী দাবি করে এক নারীকে নিয়ে দুই ব্যক্তির টানাটানি, অবশেষে থানায়
সিলেটে এক নারীকে নিজের স্ত্রী দাবি করে দুই ব্যক্তির মধ্যে হাতাহাতি ও টানাটানির ঘটনা ঘটেছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে নিয়ে যাওয়ার পরও বিষয়টির সমাধান না হওয়ায় তাঁদের তিনজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ বুধবার বিকেল পাঁচটার দিকে নগরের লামাবাজার এলাকার আয়েশা মেডিকেয়ারের সামনে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই নারীর নাম আইরিন সুলতানা (৩৫)। তিনি কুমিল্লার দেবীদ্বার উপজেলার শাহজাহান মিয়ার মেয়ে। স্বামী দাবি করা ওই দুই ব্যক্তি হলেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বাদিয়া গ্রামের মো. খোকন মিয়া (৪৫) এবং কুমিল্লার দাউদকান্দি উপজেলার কাউয়াদি গ্রামের কবির হোসেন (৩৬)।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আইরিন সুলতানার সঙ্গে খোকন মিয়ার প্রায় ১৯ বছর আগে বিয়ে হয়েছিল। তাঁদের সংসারে চারটি সন্তান আছে। প্রায় চার বছর আগে স্ত্রী-সন্তানদের সিলেটের ভাড়া বাসায় রেখে মালদ্বীপে চলে যান খোকন। খোকন প্রবাসে যাওয়ার পর প্রেমের সম্পর্কে জড়িয়ে আইরিন প্রায় দেড় বছর আগে কবির হোসেনের সঙ্গে সংসার শুরু করেন। কবির ও আইরিন আদালতে গিয়ে বিয়ে করেন। বিয়ের সময় আইরিন নিজেকে তালাকপ্রাপ্ত দাবি করেছিলেন। খবর পেয়ে দেশে ফিরে খোকন স্ত্রী আইরিনকে খুঁজতে থাকেন। আজ বিকেলে লামাবাজার এলাকায় আইরিন ও কবিরকে পেয়ে যান খোকন। এ সময় তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা, হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে তাঁদের তিনজনকে সিলেট সিটি করপোরেশনের ২২, ২৩ ও ২৪ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রেবেকা আক্তারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানেও বিষয়টির সমঝোতা না হওয়ায় তাঁদের শাহপরান থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।
কাউন্সিলর রেবেকা আক্তার প্রথম আলোকে বলেন, ‘দুই ব্যক্তিই ওই নারীকে নিজের স্ত্রী বলে দাবি করছেন। তাঁদের কাছে নাকি প্রমাণ আছে। পরে তিনজনকেই পুলিশের হাতে তুলে দিয়েছি।’
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, তিনজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রথম স্বামীর দাবিদার স্বীকার করেছেন, তাঁর নামে স্ত্রী যৌতুক দাবির মামলা করেছেন আদালতে। তিনজনের ভাষ্য শুনে সমঝোতা না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ওই নারীর অভিভাবকদের খবর দেওয়া হয়েছে।