পিকআপ ভ্যানে করে বারে নেওয়া হচ্ছিল বিদেশি মদ, ধাওয়া দিয়ে ধরল র‍্যাব

ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জে র‍্যাবের চেকপোস্ট থেকে ধাওয়া দিয়ে বিদেশি ২৫৩ বোতল মদ জব্দ করা হয়ছবি: প্রথম আলো

পিকআপ ভ্যানে করে বিদেশি মদ ঢাকার একটি অভিজাত বারে যাচ্ছিল, পথে র‍্যাবের তল্লাশিচৌকি (চেকপোস্ট) দেখতে পান চালক। সেখানে পিকআপ না থামিয়ে বেপরোয়া গতিতে চেকপোস্ট এলাকা ত্যাগ করে পিকআপ ভ্যানটি। পিছু নেয় র‍্যাব। চেকপোস্ট থেকে বেশ কিছু দূরে ধরা হয় পিকআপভ্যান ও চালককে।

আটক পিকআপ ভ্যানের চালকের নাম মো. ইয়াছিন (২৬)। তিনি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সমুসচূড়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে।

র‍্যাব জানায়, ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জের রঘুরামপুর টানপাড়া চালতাগাছ মাঠসংলগ্ন এলাকায় গতকাল রোববার রাতে তল্লাশিচৌকি বসায় র‍্যাব-১৪। শেরপুর ও নেত্রকোনা থেকে আসা বিভিন্ন যানবাহনে র‍্যাব সদস্যরা তল্লাশি চালাতে থাকেন। দিবাগত রাত একটার দিকে শেরপুর থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান র‍্যাবের তল্লাশিচৌকিতে না থেমে বেপরোয়া গতিতে অতিক্রম করে। ওই সময় র‍্যাব-১৪ সিপিএসসি কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান পিকআপ ভ্যানের সামনে দাঁড়িয়ে গাড়ির গতিরোধের চেষ্টা করেও ব্যর্থ হন। এ সময় পিকআপ ভ্যানের গতি কিছুটা ধীর হওয়ার সুযোগে র‍্যাবের এক সদস্য পিকআপ ভ্যানে উঠে পড়েন। নেত্রকোনা সড়কে চলতে থাকা পিকআপ ভ্যানটিকে পেছন থেকে ধাওয়া করে র‍্যাবের অপর দল। কিছু দূর যাওয়ার পর পিকআপ ভ্যানটি থামিয়ে পালানোর চেষ্টা করলে চালককে আটক ও পিকআপ ভ্যানটি জব্দ করে র‍্যাব। তবে পিকআপে থাকা অপর সদস্য পালিয়ে যান। এ সময় পিকআপ থেকে ২৫৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘ভারত থেকে অবৈধভাবে মদ এনে ঢাকার বিভিন্ন বারে সরবরাহ করছিল চক্রটি। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশির জন্য সড়কে অবস্থান করেন র‍্যাব সদস্যরা। ওই সময় আমাদের চাপা দিয়ে গাড়িটি চালিয়ে যেতে চেষ্টা করলে ধাওয়া দিয়ে ধরা হয়। দীর্ঘদিন ধরে চক্রটি এ কাজ করছিল। চক্রের মূল ব্যক্তি পালিয়ে গেছে, পিকআপ ভ্যানের চালককে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’