আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। আমরা থামব না, আমরা আমাদের স্বপ্ন পূর্ণ করবই। গত ১৬ বছরের সব ঝড়ঝঞ্ঝা আর গ্লানি মুছে দিয়ে এই নতুন প্রজন্মের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে।’
আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার দেবীদ্বারে তিন দিনব্যাপী ‘দেবীদ্বার স্টুডেন্ট ফেস্ট’–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন হাসনাত আবদুল্লাহ। উপজেলা সদরের রেয়াজ উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের জন্য এ উৎসবের আয়োজন করা হয়েছে।
হাসনাত আবদুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, ‘তিন দিনব্যাপী স্টুডেন্ট ফেস্টে আমন্ত্রিত অতিথিরা তরুণ প্রজন্মের ক্যারিয়ার গাইডলাইন, বিদেশের স্কলারশিপ, দেশের বাইরে কীভাবে পড়তে যেতে হয় ইত্যাদি বিষয় নিয়ে কথা বলবেন। অভিভাবকদের বলতে চাই, আমরা চাই, আপনাদের সন্তানদের সুপ্ত প্রতিভার বিকাশ হোক। এই ক্ষেত্রে যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, অবশ্যই আমাদের জানাবেন। আপনারা আপনাদের সন্তানদের এ মেলায় নিয়ে আসুন, সবগুলো স্টল ঘুরিয়ে দেখান এবং মেলা থেকে বের হওয়ার পর জিজ্ঞাসা করুন, আপনার সন্তান এই ফেস্ট থেকে কী শিখতে পেরেছে।’
শিক্ষার্থীদের আকাশছোঁয়া স্বপ্ন দেখতে হবে জানিয়ে হাসনাত বলেন, ‘তোমাদের স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখতে হবে আকাশ ছোঁয়ার। যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেবে না। আমরা তোমাদের জন্য এই মেলার আয়োজন করেছি। আমরা বিভিন্ন উপলক্ষ ও প্রেক্ষাপটে এ ধরনের উদ্যোগগুলো তোমাদের সামনে নিয়ে আসব। আমরা ইতিবাচক কর্মসূচি দিয়ে মানুষকে যুক্ত রাখতে চাই।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আরও বলেন, ‘আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের একটি বিষয় হলো, অনেক শিক্ষার্থী এসএসসি পাস করার পর বিদেশে চলে যায়, আর মেয়েশিক্ষার্থীদের বিয়ে দিয়ে দেওয়া হয়। এটি খুবই দুঃখজনক। আমি বলব, তোমার স্বপ্নটাকে বড় করে দেখো। ওই স্বপ্নে পৌঁছে দেওয়া পর্যন্ত আমরা তোমাদের সহযোগিতা করব।’
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসনাত খাঁন, ফ্রিল্যান্স সাংবাদিক সাইদ আবদুল্লাহ ও নুমেরী সাত্তার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. শাহীন, দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াস প্রমুখ।
উদ্বোধন শেষে হাসনাত আবদুল্লাহ অতিথিদের নিয়ে স্টুডেন্ট ফেস্টে আয়োজিত বইমেলা, সায়েন্স ফেস্ট এবং অ্যাকটিভিটি জোন, ‘বিয়ন্ড দ্য ক্লাসরুম ব্যাটল’, উদ্যোক্তা মেলা, ক্যারিয়ার গাইডলাইনসহ মেলায় অংশ নেওয়া ৪৩টি স্টল ঘুরে দেখেন। এ মেলা চলবে শনিবার পর্যন্ত।
বিকেলে কণ্ঠশিল্পী আসিফ আকবর বাদ্যযন্ত্র ছাড়াই গান পরিবেশন করে স্টুডেন্ট ফেস্টে আসা সবাইকে মাতিয়ে তোলেন।