রাষ্ট্রের বেশির ভাগ সংস্কার বাস্তবায়নের পর নির্বাচন চান নুরুল হক

রংপুরে গণ অধিকার পরিষদের জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন দলের সভাপতি নুরুল হক। শুক্রবার দুপুরে নগরের সিটি বাজারে
ছবি: প্রথম আলো

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর রাষ্ট্রের বেশির ভাগ সংস্কার বাস্তবায়নের পর নির্বাচনের দাবি করেছেন। তিনি বলেছেন, ‘সংস্কার কমিশনগুলো তাদের প্রস্তাব দিয়েছে। আমরা চাই, তাদের প্রস্তাবের আলোকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে সরকার রাষ্ট্র সংস্কারের একটি পূর্ণাঙ্গ রূপরেখা জাতির সামনে উপস্থাপন করবে। যার অধিকাংশ বাস্তবায়নের পরে তারা নির্বাচনের পথে হাঁটবে।’

আজ শুক্রবার দুপুরে রংপুর নগরের সিটি বাজারে গণ অধিকার পরিষদের জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন নুরুল হক। তিনি বলেন, শুধু একটি নির্বাচনের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি। রাষ্ট্র পুনর্গঠন, সংস্কার ও মেরামতের মাধ্যমে একটি মানবিক, গণতান্ত্রিক ও জন-আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের জন্য এই গণ-অভ্যুত্থান হয়েছে। তাই জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ নির্মাণের রাষ্ট্র সংস্কার অনিবার্য হয়ে উঠেছে।

কিছু কিছু রাজনৈতিক দলের নেতা-কর্মীদের আচরণ আওয়ামী ফ্যাসিবাদীদের মতো হয়ে উঠছে বলে মন্তব্য করেন নুরুল হক। গণ অধিকার পরিষদের সভাপতি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে বিতর্কিত নির্বাচনে যাঁরা স্থানীয় সরকারের জনপ্রতিনিধি হয়েছেন, তাঁদের অপসারণ করা হয়েছে। কিন্তু তাঁদের অপসারণের ফলে স্থানীয় সরকারের কোনো প্রতিনিধি নেই। এ জন্য স্থানীয় সরকারের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। জনগণ ভোগান্তির শিকার হচ্ছে।

এ সময় গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজীব, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফ, কার্যকরী সদস্য কামাল হোসাইনসহ জেলা ও মহানগর ছাত্র, যুব, শ্রমিক ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।