‘বই অতীতের সঙ্গে বর্তমান ও ভবিষ্যতের যোগসূত্র তৈরি করে’

কুড়িগ্রামের উলিপুরে আয়োজিত বইমেলায় প্রধান অতিথির বক্তব্য দেন কবি ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। আজ দুপুরে উলিপুর শহীদ মিনার চত্বরেছবি: প্রথম আলো

‘উলিপুরের বইমেলা হোক রংপুর অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতির মিলনমেলা’ প্রতিপাদ্যে ২৯তম উলিপুর বইমেলার উদ্বোধন হয়েছে। আজ শনিবার দুপুরে কুড়িগ্রামের উলিপুর শহীদ মিনার চত্বরে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সাত দিনের এই মেলার উদ্বোধন ঘোষণা করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

আয়োজকেরা জানান, সপ্তাহব্যাপী এই বইমেলার মঞ্চে প্রতিদিন নৃত্যানুষ্ঠান, শিশুদের কুইজ, ছড়া, আবৃত্তি, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। বইমেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এতে ১০টি স্টলে দেশবরেণ্য লেখকদের বইসহ প্রথমা প্রকাশনের সব বই পাওয়া যাচ্ছে।

ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘একটি উপজেলা শহরে ২৯ বছর ধরে বইমেলা হচ্ছে—এটি আমাদের সংস্কৃতির জন্য আশা জাগানিয়া ঘটনা। আমি এই বইমেলার সাফল্য কামনা করছি।’

‘ফ্রেন্ডস ফেয়ার উলিপুর’–এর আয়োজনের উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন কবি, কলামিস্ট ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। তিনি বলেন, বইমেলায় বিশ্বের বড় বড় সাহিত্যিকের সঙ্গে পাঠকদের সাক্ষাৎ হয়। বই অতীতের সঙ্গে বর্তমান ও ভবিষ্যতের যোগসূত্র তৈরি করে। পাঠককে নতুন এক জগতের সন্ধান দেয়। এ জন্য দেশের প্রতিটি উপজেলা শহরে বইমেলা আয়োজন দরকার।

সোহরাব হাসান আরও বলেন, ‘আমরা যাঁরা সাহিত্য সৃষ্টি করি, তাঁরা মূলত আলো ছড়িয়ে দেওয়ার জন্য সাহিত্য করি। উলিপুর বইমেলা ২৯ বছর ধরে বইমেলার আয়োজন করছে। তারা লেখকের সৃষ্টি করা আলো সারা দেশে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

ফ্রেন্ডস ফেয়ার উলিপুরের স্থায়ী কমিটির সদস্য রেজওয়ান করিম লালনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য জুলফিকার আলি, এম এস আমীন রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক শামীম আকতার, উলিপুর উপজেলা স্কাউটের কমিশনার রফিকুল ইসলাম আনছারী, প্রথম আলোর কুড়িগ্রাম প্রতিনিধি জাহানুর রহমান প্রমুখ।

ফ্রেন্ডস ফেয়ার উলিপুরের স্থায়ী কমিটির সদস্য রেজওয়ান করিম লালনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য জুলফিকার আলি, এম এস আমীন রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক শামীম আকতার, উলিপুর উপজেলা স্কাউটের কমিশনার রফিকুল ইসলাম আনছারী, প্রথম আলোর কুড়িগ্রাম প্রতিনিধি জাহানুর রহমান প্রমুখ।