খুলনায় দুর্বৃত্তের গুলিতে হত্যা মামলার আসামি নিহত
খুলনায় দুর্বৃত্তের গুলিতে শেখ শাহিনুল হক (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে নগরের বাগমার মারকাজুল উলুম মাদ্রাসার পেছনে ওই ঘটনা ঘটে।
নিহত শাহিনুল হকের বাড়ি দৌলতপুরের কাত্তিককুল এলাকায়। তিনি ওই এলাকার আবদুর রশিদের ছেলে। শাহিনুল নগরের দৌলতপুরের হুজি শহিদ হত্যা মামলার আসামি ছিলেন। তিনি বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকতেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন বলেন, স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্বৃত্তরা শাহিনুলের মাথায় গুলি করে পালিয়ে গেছে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে গতকাল রাতেই অভিযান শুরু করেছে পুলিশ।