ময়মনসিংহে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করায় এক ব্যক্তি গ্রেপ্তার

গ্রেপ্তারপ্রতীকী ছবি

ময়মনসিংহের ত্রিশালে ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে কটূক্তি করার অভিযোগে হওয়া মামলায় মুহাম্মদ আমান উল্লাহ (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকালে ঢাকার ভাটারা থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

পুলিশ জানায়, ৮ অক্টোবর নিজের ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে কটূক্তিমূলক স্ট্যাটাস দেন আমান উল্লাহ। এই স্ট্যাটাস দেওয়ার ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধে৵ উত্তেজনা সৃষ্টি হয়। ওই ঘটনায় ৯ অক্টোবর ত্রিশাল থানায় সাইবার নিরাপত্তা আইনে আমান উল্লাহর বিরুদ্ধে একটি মামলাও হয়। মামলাটি করেন স্থানীয় মাদ্রাসা শিক্ষক মোশাররফ হোসেন।

ডিবির ওসি সহিদুল ইসলাম বলেন, ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার কথা স্বীকার করেছেন আমান উল্লাহ। পরে তাঁকে ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে কটূক্তিমূলক স্ট্যাটাসের ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আহসান উল্লাহকে আজ বিকেলে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।