আখাউড়া স্থলবন্দর দিয়ে সকাল সকাল মাছ গেল আগরতলায়

আখাউড়া বন্দর দিয়ে  রপ্তানি পণ্যের মধ্যে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পাঠানো হয় মাছ। গতকাল সোমবারের ছবিছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ মঙ্গলবার সকালে ভারতে মাছ রপ্তানি হয়েছে। ত্রিপুরা রাজ্যের আগরতলার ব্যবসায়ীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে অন্যদিনের তুলনায় আজ অনেকটা সকালেই মাছ পাঠানো হয়েছে।

বন্দর সংশ্লিষ্টরা জানান, এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি এখনো স্বাভাবিক আছে। রপ্তানি পণ্যের মধ্যে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পাঠানো হয় মাছ। ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশিদের আগে থেকে থেকেই জানিয়ে দেন, আজ মঙ্গলবার যেন তাড়াতাড়ি মাছ পাঠানো হয়। কারণ, আমদানি-রপ্তানি বিষয়ে তাঁদের একটি সভা আছে। ওই সভা থেকে বাংলাদেশকে কিছু বার্তা দেওয়া হতে পারে।

বাংলাদেশি ব্যবসায়ীরা অবশ্য মনে করছেন, আর যা–ই হোক, হুট করে মাছ আমদানি বন্ধ করবে না ভারত। দেশটির ‘সেভেন সিস্টার্স’ হিসেবে পরিচিত সাতটি রাজ্যে বাংলাদেশের মাছের ব্যাপক চাহিদা আছে।

আখাউড়া স্থলবন্দরে ব্যবসায়ীরা বলেন, মাছ আমদানিতে আগ্রহ থাকলেও বাংলাদেশিদের জন্য ত্রিপুরা রাজ্যের আগরতলায় হোটেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার ত্রিপুরার হোটেল মালিকদের এক সভা থেকে এ সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এর আগে আইএলএস নামে একটি হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসাসেবা দেবে না বলে ঘোষণা দেয়।

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনায় দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি চলছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের ত্রিপুরাসহ বিভিন্ন স্থানে নিয়মিত বিক্ষোভ হচ্ছে। ভারতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে সে দেশে বাংলাদেশি পতাকা পুড়িয়ে দেওয়া হয়। সর্বশেষ সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনারের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ভারতের পক্ষ থেকে অবশ্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হাসিবুল হাসান প্রথম আলোকে বলেন, ‘আগরতলায় ব্যবসায়ীদের সভা থাকায় মঙ্গলবার সকাল থেকেই মাছ পাঠানো হয়েছে। আগরতলার সভা থেকে নেতিবাচক কোনো তথ্য বা সংবাদ আসবে না বলে আমরা আশা করছি।’