যশোর-৫ (মনিরামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী অভিযোগ করেছেন, আওয়ামী লীগের প্রার্থী স্বপন ভট্টাচার্যর পক্ষে কাজ করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড হাছান আলী। আজ বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
স্বপন ভট্টাচার্য যশোর-৫ আসনের টানা দুবারের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। আর স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী জেলা কৃষক লীগের সহসভাপতি।
সংবাদ সম্মেলনে ইয়াকুব আলী অভিযোগ করেন, নৌকার সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা করছেন। গত চার দিনে ছয়টি ঘটনায় তাঁর অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। সর্বশেষ গতকাল বুধবার রাতে উপজেলার কাশিমপুর এলাকায় তাঁর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয়েছে কয়েকটি মোটরসাইকেল ও গাড়ি। এসব হামলায় স্বপন ভট্টাচার্যর ছেলে সুপ্রিয় ভট্টাচার্য ও তাঁর ভাগনে যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী নেতৃত্ব দিয়েছেন বলে তাঁর অভিযোগ।
ইয়াকুব আলী সংবাদ সম্মেলনে বলেন, প্রতিটি জায়গায় তাঁরা হামলার শিকার হলে ঘটনাস্থলে এসি ল্যান্ড হাছান আলী উপস্থিত হচ্ছেন। সেখানে গিয়ে নৌকার সমর্থকদের জরিমানা না করে উল্টো যাঁরা মার খাচ্ছেন, তাঁদেরই জরিমানা করছেন। এগুলো উদ্দেশ্যমূলক। হাছান আলী দায়িত্বে থাকলে এ আসনে সুষ্ঠু ভোট হওয়া নিয়ে শঙ্কা আছে। তিনি এই সরকারি কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানান।
তবে এ অভিযোগ অস্বীকার করে হাছান আলী বলেন, স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ মনগড়া। যাঁরা আচরণবিধি লঙ্ঘন করছেন, তাঁদেরই জরিমানা করা হয়েছে। সেটা কোন দল, তা বিবেচ্য বিষয় নয়। তাঁর অভিযোগ মিথ্যা।
যশোর-৫ (মনিরামপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী স্বপন ভট্টাচার্য, স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী ছাড়াও আছেন তৃণমূল বিএনপির আবু নসর মোহাম্মদ মোস্তফা, ইসলামী ঐক্যজোটের হাফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসী ও জাতীয় পার্টির এম এ হালিম।