করারোপের নৈতিক ভিত্তি সরকারের নেই, বললেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখা। আজ বুধবার বিকেলেছবি: প্রথম আলো

‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে কোনো সংস্কার কাজে আসবে না। বর্তমানে এমনিতেই ক্রমাগত পণ্য মূল্যস্ফীতিতে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত। এর মধ্যে অর্থবছরের মাঝখানে নতুন করে শতাধিক নিত্যপণ্যের ওপর ভ্যাট ও শুল্ক বাড়ানো হয়েছে। এই করারোপের কোনো নৈতিক ভিত্তি বর্তমান সরকারের নেই।’

আজ বুধবার বিকেল সাড়ে চারটায় নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে সিটি পয়েন্ট এলাকায় সমাবেশে বক্তারা এ কথা বলেন। বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট সিলেট ও বাসদ সিলেটের আহ্বায়ক আবু জাফর। বাসদ (মার্ক্সবাদী) জেলা সদস্য পিনাক রঞ্জন দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সিপিবি সিলেটের সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক সিরাজ আহমদ, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার অনিয়মের অভিযোগ তুলে সারা দেশে টিসিবির ৪৩ লাখ পারিবারিক কার্ড বাতিল করেছে। যদিও এত বেশি পরিমাণ কার্ডে অনিয়ম হয়েছে বলে জনমনে বিশ্বাসযোগ্যতা আসে না। উচিত ছিল, পরীক্ষা-নিরীক্ষা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। তা না করে কার্ড বাতিলই শুধু নয়, উল্টো টিসিবির ট্রাক সেল কর্মসূচিও বন্ধ করে দিয়েছে। এতে নিম্ন আয়ের মানুষ আরও বিপদে পড়েছে। এ ছাড়া জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার করতে হবে।

অবিলম্বে দেশে সুষ্ঠু, অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিও সমাবেশ থেকে জানানো হয়।