সাভারে বাসায় ফেরার পথে ছুরিকাঘাতে তরুণ নিহত
ঢাকার সাভার উপজেলায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে সাভার মডেল মসজিদের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের পদচারী-সেতুর ওপর এ ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম আবু সাইদ ওরফে হিমেল (২০)। তিনি মানিকগঞ্জ জেলা সদর ইউনিয়ন বালিরটেক ভারিয়ারা গ্রামের কামাল হোসেনের ছেলে। তবে সাভার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিনোদবাইদ এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তিনি।
পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাভার মডেল থানা-পুলিশ জানায়, প্রতিদিন সাভার থেকে ঢাকায় এক স্বজনের কাছে কম্পিউটার প্রশিক্ষণের জন্য যেতেন আবু সাইদ। গতকাল রাতে প্রশিক্ষণ শেষে বাসায় ফিরছিলেন তিনি। সাভার ব্যাংক কলোনি এলাকায় আরিচামুখী লেনের একটি বাস থেকে নামেন আবু সাইদ। পরে সাভার মডেল মসজিদের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের পদচারী সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে। ছুরিকাহত অবস্থায় আবু সাইদ দৌড়ে পদচারী সেতু থেকে নেমে ঢাকাগামী লেনের কিছু দূর গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই মারা যান।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ প্রথম আলোকে বলেন, নিহত তরুণের সঙ্গে থাকা মানিব্যাগসহ অন্যান্য সামগ্রী সবই ঠিক আছে। তবে শুধু মোবাইল ফোনটি পাওয়া যাচ্ছে না। তাঁর পেট ও পিঠে ছুরিকাঘাত করা হয়েছে। কী কারণে ঘটনাটি ঘটেছে, তা তদন্তের পর বলা সম্ভব হবে। এ ঘটনায় নিহত তরুণের বাবা বাদী হয়ে মামলার প্রক্রিয়া শুরু করেছেন। লাশের ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।