ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ট্রাক্টরের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলার চাপোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন দিনাজপুরের কাহারোল উপজেলার মুকন্দপুর গ্রামের বাসিন্দা হারুন অর রশিদ ও একই উপজেলার ১৩ মাইল গড়েয়া এলাকার আবদুল খালেক। তাঁরা দুজনেই ধান ও ভুট্টার ব্যবসা করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে হারুন অর রশিদ ও আবদুল খালেক ব্যবসার কাজ সেরে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে আটটার দিকে পীরগঞ্জ উপজেলার চাপোর এলাকায় পীরগঞ্জ-বীরগঞ্জ সড়কে ট্রাক্টরের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তাঁরা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হারুন অর রশীদ মারা যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় খালেককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনিও মারা যান।

দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ঘটনার পর ট্রাক্টরটি নিয়ে চালক পালিয়ে যাওয়ার কারণে তাঁকে আটক করা সম্ভব হয়নি। ট্রাক্টর চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।