বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. হাবিব উন নবী খান বলেন, নির্বাচন নিয়ে টালবাহানা সহ্য করা হবে না। দ্রুত নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করুন। নির্বাচন দিতে দেরি হলে কঠোর আন্দোলনে যাবে বিএনপি।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের চক্রান্তের মোকাবিলাসহ নানা দাবিতে রাঙামাটিতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বেলা তিনটার দিকে রাঙামাটি জেলা বিএনপির আয়োজনে শহীদ শুক্কুর স্টেডিয়ামে জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবের রহমান, বিএনপির নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগের সহসাংগঠনিক মো. হারুনুর রশিদ, বিএনপির চট্টগ্রাম বিভাগের সহসাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ প্রমুখ।
প্রায় ২০ বছর পর রাঙামাটিতে বিএনপি এ জনসভা করে। জেলার ১০ উপজেলার বিএনপির হাজারো নেতা-কর্মী ও সমর্থকেরা যোগ দেন।
বক্তারা বলেন, পাহাড়ি-বাঙালি আমরা সবাই এক। এক রক্ত প্রবাহিত হচ্ছে সবার শরীরে। ভবিষ্যতে জনগণের সমর্থন নিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গেলে এ পার্বত্য চট্টগ্রাম স্বর্ণ যুগের সূচনা হবে। তাই সবাই মিলে আমরা একসঙ্গে থাকব। আপনাদের এই পরিশ্রমকে কাজে লাগিয়ে এই পার্বত্য চট্টগ্রামকে এশিয়ার উন্নত দেশ হিসেবে পার্বত্য চট্টগ্রামকে উন্নয়ন করা হবে।
শেখ হাসিনাকে উদ্দেশ করে বক্তারা বলেন, পালিয়ে যাওয়া শেখ হাসিনা পরিবারের বাংলার মাটিতে রাজনীতি করার অধিকার নেই। আওয়ামী লীগ দেশের নির্বাচনব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, তাই তারা ভোটে দাঁড়ানোর অধিকার রাখে না। বিদেশে বসে হাসিনা বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করছে।