রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত নিল প্রশাসন

রাজশাহী বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের আগের ইস্যু করা প্রাথমিক প্রবেশপত্র বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নতুন রোল নম্বর দেওয়া হবে। সেই সঙ্গে আসন বিন্যাসেও পরিবর্তন আনা হয়েছে। ভর্তি–ইচ্ছুকরা তাঁদের প্রদত্ত প্রথম পছন্দের কেন্দ্রেই পরীক্ষা দিতে পারবেন। এ ছাড়া ‘এ’ (মানবিক) এবং ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিয়ে আজ শুক্রবার সকালে ভর্তি উপকমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রাম—এই পাঁচ বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় নেওয়ার উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার বিকেল চারটা থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ দেওয়া হয়। আসনবিন্যাস অনুযায়ী কেন্দ্র পছন্দক্রমের প্রথমে থাকা রংপুর অঞ্চলের অনেক পরীক্ষার্থীর আসন পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। একইভাবে চট্টগ্রাম অঞ্চলের অনেক পরীক্ষার্থীর আসন পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এমন আসনবিন্যাসের বিষয়টি প্রকাশ্যে এলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনা শুরু হয়। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকরা সেই আসনবিন্যাস বাতিলের দাবি জানান। এরই পরিপ্রেক্ষিতে আজ সভায় কয়েকটি নতুন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২ শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফট বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এ ছাড়া ‘বি’ ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ১টি শিফটে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তি পরীক্ষার তারিখসমূহ অপরিবর্তিত থাকবে এবং ভর্তি পরীক্ষার্থীদের আগের ইস্যু করা প্রাথমিক প্রবেশপত্রটি বাতিল বলে গণ্য হবে। শিগগিরই পরীক্ষার্থীদের জন্য নতুন রোল নম্বর এবং প্রাথমিক প্রবেশপত্র ইস্যু করা হবে।