চাঁদপুরে নিজ কক্ষ থেকে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া জনতা ব্যাংকের লোন অফিসার রাকিব হাসানের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে সূচিপাড়া এলাকার একটি ভবনের পঞ্চম তলায় নিজ কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, রাকিব গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পাচুখারকান্দি গ্রামের সিরাজ সরদারের ছেলে।
এদিকে আগের দিন সোমবার ওই ব্যাংক থেকে গ্রাহকের ৮৪ লাখ আত্মসাতের অভিযোগ পেয়ে পুলিশ ওই ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. জাবেদ হোসাইনকে গ্রেপ্তার করেছে। এসব তথ্য নিশ্চিত করেন ওই ব্যাংক ম্যানেজার কার্তিক চন্দ্র ঘোষ ও শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার।
পুলিশ ও ব্যাংক সূত্র জানায়, গ্রাহকের ৮৪ লাখ ৬৭ হাজার ৮১৪ টাকার গরমিল দেখতে পেয়ে ব্যাংক ম্যানেজার ১৩ এপ্রিল শাহরাস্তি থানায় জাবেদ হোসাইনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
অভিযোগে উল্লেখ করা হয়, মো. জাবেদ হোসাইন গত ২ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত তিনজন গ্রাহকের ৮৪ লাখ ৬৭ হাজার ৮১৪ টাকা আত্মসাৎ করেন। এসব টাকা লক্ষ্মীপুর, ঢাকা, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ ও যশোরে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যক্তির অ্যাকাউন্টে পাঠান। বিষয়টি নজরে আসার পর ব্যাংক ম্যানেজার কার্তিক চন্দ্র ঘোষ রোববার শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ করেন। তবে লোন অফিসার রাকিব হাসানের বিরুদ্ধে তিনি কোনো অভিযোগ করেননি।
ওসি আবুল বাসার বলেন, ‘রাকিব হাসানের মৃত্যুর পেছনে ব্যাংকের অর্থ আত্মসাতের ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অর্থ আত্মসাতের বিষয়টিও আমরা তদন্ত করছি।’