ফরিদপুরে ছিনতাইয়ের অভিযোগে কনস্টেবলসহ দুজনকে পিটুনি
ফরিদপুরে ছিনতাইয়ের অভিযোগে কনস্টেবলসহ দুজনকে পিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের বাইপাস সড়কের ব্রাহ্মণকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাঁদের উদ্ধার করে কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ।
ওই কনস্টেবলের নাম মামুন শেখ। সম্প্রতি ফরিদপুর কোতোয়ালি থানা থেকে রাজধানীর ডিএমপিতে বদলি হয়েছেন। পিটুনির শিকার আরেক ব্যক্তি হলেন শহরের আলীপুর এলাকার আারাফত রহমান।
ফরিদপুরের পিয়ারপুর গ্রামের বাসিন্দা জিসান আহমেদ অভিযোগ করেন, গতকাল রাত আটটার দিকে কাজ শেষে তিনি বাড়ি যাচ্ছিলেন। তখন তিনি দুই ছিনতাইকারীর কবলে পড়েন। চড়থাপ্পড় মেরে তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে যান ছিনতাইকারীরা। পরে এলাকাবাসীর সহায়তায় ধাওয়া করে শহরের বাইপাস রোড এলাকা ওই দুজনকে আটক করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল গিয়ে এক পুলিশ সদস্যসহ দুজনকে উদ্ধার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে এক জোড়া হাতকড়া জব্দ করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।