বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলকে এবং রংপুরে নাশকতার মামলায় দলের পাঁচ নেতা-কর্মীকে জেল-জরিমানার প্রতিবাদে আগামীকাল বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম ও ভারপ্রাপ্ত সদস্যসচিব সেলিম চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান ও সদস্যসচিব মাহফুজ উন নবী গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
২০১৩ সালের ১৯ মে যুবদল-স্বেচ্ছাসেবক দলের হরতালের আগের রাতে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে অগ্নিসংযোগের ঘটনায় জেলা ও মহানগর বিএনপির দুই শীর্ষ নেতাসহ পাঁচ নেতা-কর্মীকে গতকাল সোমবার ১০ বছরের কারাদণ্ড দেন রংপুরের আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত পাঁচ নেতা-কর্মী হলেন জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান, মহানগর বিএনপির সদস্যসচিব আইনজীবী মাহফুজ উন নবী, মহানগর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জহির আলম, জেলা যুবদলের সহসভাপতি তারেক হাসান ও যুবদল কর্মী আরিফ হোসেন। এ সময় আদালতের কাঠগড়ায় মাহফুজ উন নবী উপস্থিত ছিলেন। অন্য চারজন পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
প্রসঙ্গত, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের বাড়ি রংপুরে।
এদিকে হরতালের সমর্থনে নগরের কোথাও কোনো মিছিল হয়নি। জেলা ও মহানগর বিএনপি কার্যালয় তালাবদ্ধ। সেখানে সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি। তবে বিএনপির কার্যালয়সহ গুরুত্বপূর্ণ মোড়ে সতর্ক অবস্থায় আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।