নারায়ণগঞ্জের নাম ওসমান নগরী হলে ভালো হতো: আইভী
নারায়ণগঞ্জের ওসমান পরিবারকে ইঙ্গিত করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমরা প্রজারা আপনাদের রাজত্ব ও কর্তৃত্ব মেনে নিয়েছি। মেনেই নারায়ণগঞ্জের মানুষ চলছে। আমরা নিরীহ প্রজা, মাঝেমধ্যে মাথাচাড়া দিয়ে ওঠে, প্রতিবাদ করার চেষ্টা করি। ছোট ছোট দুঃখ-কষ্ট নিয়ে যখন বড় অনেক কিছু হয়ে যায়, তখন হয়তো অনেক কিছু বলে ফেলি।’
গতকাল শনিবার রাতে নগরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে সাপ্তাহিক বিষের বাঁশী পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র আইভী। যেভাবে চলছে, তাতে নারায়ণগঞ্জের নাম বদলে যেতে পারে বলে মনে করেন তিনি।
আইভী বলেন, ‘আমার তো মনে হয়, ভবিষ্যতে একসময় হয়তো হয়ে যেতে পারে...নারায়ণগঞ্জের রাজধানী কুমিল্লা হয়ে যায় কি না। নামও পরিবর্তন হয়ে যেতে পারে। অনেক সময় আমরা বলে থাকি, নারায়ণগঞ্জের নাম পরিবর্তন হয়ে ওসমান নগরী হলে ভালো হতো।’
সাপ্তাহিক বিষের বাঁশী পত্রিকার সম্পাদক সুভাষ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, ডিএমপির গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশীদ, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর মেয়র শিব শঙ্কর দাস প্রমুখ।
নারায়ণগঞ্জবাসী অত্যাচার, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন উল্লেখ করে আইভী বলেন, ‘রাজা যখন দীর্ঘদিন অত্যাচারী হয়ে ওঠেন, তখন প্রজারা প্রতিবাদী হয়ে অনেক শক্তিশালী হয়ে ওঠে। শক্তিশালী প্রজা নারায়ণগঞ্জবাসী আপনারা দেখেছেন। আমরা কোনো রাজার রাজত্ব চাই না। আমরা আপনাদের রাজার রাজত্ব মেনে নেব না।’
২০১৮ সালের ১৬ জানুয়ারি হকার ইস্যুর প্রসঙ্গ টেনে আইভী বলেন, ‘আমার ওপর হামলা ও গুলি করা হলে আমার কিছু অকুতোভয়কর্মী মানবঢাল তৈরি করে আমাকে রক্ষা করেছিলেন।’
ওই ঘটনার মামলার বিষয়টি তুলে ধরে আইভী বলেন, ‘জানেন, পুলিশ কি রিপোর্ট দিয়েছে? অস্ত্রধারী শাহ্ নিজামের অস্ত্র দেখেছে, কিন্তু অস্ত্রটি লাইসেন্স করা, আপাতত তাঁকে পাওয়া গেল না, তাই তাঁর সাক্ষাৎকার নেওয়া গেল না। তাই তাঁকে অস্ত্র মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। কয়েক দিন আগে আদালতে এই প্রতিবেদন দেওয়া হয়েছে। আমরা আদালতে নারাজি দিচ্ছি। আমরা ওই ঘটনায় মামলা করতে চেয়েছি, দুই বছর ঘুরেছি মামলাটা নেয়নি। আমরা উচ্চ আদালত থেকে নির্দেশনা নিয়ে মামলা করেছি।’
প্রশাসনের উদ্দেশে আইভী বলেন, ‘আমরা কারও কাছে কিছু চাই না। প্রশাসন যাতে নিজ দায়িত্বে তাদের দায়িত্বটা পালন করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের একজন কর্মকর্তা-কর্মচারী হিসেবে নাগরিকদের প্রতি যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করুন। আমার মনে হয় না, টেবিল টকে বসে সমস্যা সমাধান করতে হবে। বঙ্গবন্ধু সড়কের ফুটপাত কেন পরিষ্কার রাখা যাবে না? এই শহর ধনীর শহর। এই ধনীর শহর থেকে লক্ষকোটি টাকা নিয়ে যাচ্ছে। সরকারের কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে এমন কেউ নেই, যিনি নারায়ণগঞ্জ শহর থেকে টাকা নেন না। একদম ওপেন সিক্রেট। এই শহরের মানুষের কাছ থেকে নিচ্ছেন, তাহলে মানুষের কাজ করবেন না কেন?’
ডিএমপির গোয়েন্দা পুলিশের বর্তমান প্রধান হারুন অর রশীদ যখন পুলিশ সুপার হিসেবে নারায়ণগঞ্জে ছিলেন, তখন অনেক কাজ করেছেন বলে উল্লেখ করেন মেয়র আইভী। তিনি বলেন, ‘তাঁর সময় তো (এসপি হারুন) বঙ্গবন্ধু সড়কে ফুটপাতে হকার বসেনি, ট্রাকস্ট্যান্ড বসেনি। এখন কেন বসছে? তাঁর সময় তো প্রতিটি থানার ওসি সাহেব কাজ করেছেন। এখন কেন কাজ করতে পারছেন না। কিসের এত জুজুর ভয়? তখন ভয় পাননি, এখন কেন ভয় পাচ্ছেন? আমি মনে করি, সমঝোতা করে আদান-প্রদান চলছে। আদান-প্রদান চলে বলেই কোটি কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে।’
অনুষ্ঠানে সমাজে বিভিন্ন ক্ষেত্রে নিজ নিজ কৃতিত্বের জন্য সাংবাদিক আবুল কালাম আজাদ, কবি হালিম আজাদ, চ্যানেল আই জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমন রেজা, এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নাফিজ আশরাফসহ ১৪ গুণীজনকে সম্মাননা দেওয়া হয়।