চার জেলার শিক্ষার্থীদের নিয়ে ফেনীতে চলছে আঞ্চলিক গণিত উৎসব

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ফেনী আঞ্চলিক গণিত উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলামসহ অন্যান্য অতিথিরা । আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠেছবি: জুয়েল শীল

ফেনীতে চার জেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব। আজ শুক্রবার সকালে ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ উৎসবের শুরু হয়।

খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের প্রায় সাড়ে চার শ শিক্ষার্থীর উপস্থিতিতে ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠ মিলনমেলায় পরিণত হয়। প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি—এই চার ক্যাটাগরির খুদে গণিতবিদেরা সারিবদ্ধভাবে মাঠে দাঁড়িয়ে যায়। বেলুন উড়িয়ে করা হয় উৎসবের উদ্বোধন। জাতীয় সংগীত, জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মাধ্যমে এগিয়ে যায় উৎসবের কার্যক্রম।

‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান সামনে রেখে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই উৎসবের আয়োজন করেছে। উদ্বোধনী পর্বে জাতীয় পতাকা উত্তোলন করেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শীলা রানী সিংহ ও ফেনীর জ্যেষ্ঠ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবু তাহের। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ফেনী শাখার ব্যবস্থাপকের দায়িত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট এ কে এম রায়হান কাউসার।

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ফেনী আঞ্চলিক গণিত উৎসবে প্রথমা স্টলে বই দেখছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। আজ সকাল সাড়ে ৮টার দিকে ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে
ছবি: প্রথম আলো

উৎসবের উদ্বোধন ঘোষণা করে শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ‘গণিত উৎসব বাংলাদেশি শিক্ষার্থীদের গণিত প্রেমে উদ্বুদ্ধ করে। তারা দেশে-বিদেশে আলো ছড়াবে। দেশে কোয়ালিটি এডুকেশন বাড়াতে হবে। ভবিষ্যতে রোবোটিক ও জেনেটিক ইঞ্জিনিয়ার তৈরিতে এ ধরনের অলিম্পিয়াড সহায়তা করবে। এমন আয়োজনের জন্য প্রথম আলো ও ডাচ্-বাংলা ব্যাংক পিএলসিকে ধন্যবাদ জানাই।’

প্রধান শিক্ষক শীলা রানী সিংহ বলেন, সমাজের পিছিয়ে পড়া শিক্ষার্থীরা গণিতচর্চা কম করে। কারণ, তারা গণিতকে ভয় করে। প্রথম আলো এ আয়োজনের মাধ্যমে তাদের সেই ভয় দূর করে গণিতে পারদর্শী করে। তাদের এ আয়োজন দেশকে সামনের দিকে এগিয়ে নেবে।

এ কে এম রায়হান কাউসার বলেন, ব্যাংকিংয়ের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি দেশের মানুষের আর্থসামাজিক ও শিক্ষার উন্নয়নে শিক্ষাবৃত্তি দেওয়াসহ নানা সামাজিক কার্যক্রম করে থাকে। গণিত ছাড়াও বিভিন্ন অলিম্পিয়াডে সহায়তা করে। শিক্ষা খাতে অনবদ্য অবদান রাখছে ডাচ্-বাংলা ব্যাংক।

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ফেনী আঞ্চলিক গণিত উৎসবে আসছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। আজ সকাল সাড়ে ৮টার দিকে ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে
ছবি: প্রথম আলো

ফেনী বন্ধুসভার প্রধান উপদেষ্টা আবু তাহেরের সঞ্চালনায় উদ্বোধনী পর্বে ফেনী সরকারি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আফতাব উদ্দিন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. নিজাম উদ্দিন, ফেনী সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোশারফ হোসেন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. জহির উদ্দিন, ফেনী গার্লস ক্যাডেট কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম, জয়নাল হাজারী কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবদুল হালিম, ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অসীম কুমার নাথ ও মো. মহিউদ্দিন, প্রথম আলোর ফেনী সংবাদদাতা মো. নাজমুল হক উপস্থিত ছিলেন।

পরে শিক্ষার্থীরা এক ঘণ্টার গণিত পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে বিদ্যালয়ের মিলনায়তনে শুরু হয় বন্ধুতা পর্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের গণিত বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিশিষ্ট গণিতবিদেরা। প্রশ্নোত্তর পর্ব শেষে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্ব হবে। এই পর্বে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে, যারা ঢাকায় জাতীয় গণিত উৎসবে অংশ নেওয়ার সুযোগ পাবে।