সাবেক এমপি মোয়াজ্জেমের অবৈধ সম্পদ অনুসন্ধানে সুনামগঞ্জে দুদকের দল

সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর এলাকায় সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেনের বাড়িতে দুদকের অনুসন্ধান দল। আজ মঙ্গলবার দুপুরেছবি: প্রথম আলো

আলোচিত ‘ক্যাসিনো-কাণ্ডে’ নাম আসা সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোয়াজ্জেম হোসেনের অবৈধ সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানের অংশ হিসেবে আজ মঙ্গলবার সুনামগঞ্জ পৌর শহরে তাঁর বাড়িতে গিয়ে সেটি পরিমাপ করেছে দুদকের একটি দল।

এর আগে গতকাল সোমবার তাঁর গ্রামের বাড়ি জেলার ধর্মপাশা উপজেলার নওধার গ্রামে গিয়েছিলেন কর্মকর্তারা। আগামীকাল বুধবার যাবেন তাহিরপুর উপজেলায়।

২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করে দুদক। তাঁর বিরুদ্ধে যুবলীগ নেতা বিতর্কিত ঠিকাদার জি কে শামীমের সঙ্গে সম্পর্ক, অবৈধ জুয়া ও ক্যাসিনো কারবার, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ছিল। তখন তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়। তাঁর বিরুদ্ধে বিদেশে টাকা পাচারের অভিযোগ রয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর এলাকায় থাকা মোয়াজ্জেম হোসেনের বাড়ি ‘স্পর্শ স্পন্দন ড্রিম হাউসে’ যান দুদকের অনুসন্ধান দলের কর্মকর্তারা। সঙ্গে সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের প্রকৌশলীরাও ছিলেন। তাঁরা বাড়িটি পরিমাপ করেন। এই বাড়ির নাম আগে ‘পায়েল ভিউ’ ছিল। ৫ আগস্টের পটপরিবর্তনের পর নামও পরিবর্তন করা হয়েছে। বাড়িটি পরিমাপ ও মোয়াজ্জেম হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) কয়েকজন সদস্যও সেখানে ছিলেন। সোমবার একইভাবে ধর্মপাশা উপজেলার নওধার গ্রামের তাঁর বিলাসবহুল বাড়ি ‘হাওর বাংলায়’ গিয়ে সেটির পরিমাপ করা হয়।

অনুসন্ধান দলের সদস্য দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান ভূঁইয়া বলেন, মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল। ৫ আগস্টের পর আরও কিছু অভিযোগ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে দুদকের পরিচালক আবদুল মাজেদের নেতৃত্বে চার সদস্যের একটি দল তাঁর অবৈধ সম্পদের অনুসন্ধান করছে। এই দলের বাকি দুই সদস্য হলেন দুদকের অতিরিক্ত পরিচালক গুলশান আনোয়ার ও উপসহকারী পরিচালক এলমান আহমেদ।

আরও পড়ুন

মাহমুদুল হাসান ভূঁইয়া বলেন, এর আগেও মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনসহ নানা অভিযোগে অনুসন্ধান হয়েছে। সেগুলোর তথ্য দুদকে আছে। এখন সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ ও ঢাকায় অনুসন্ধান চলছে। তাঁরা সব জায়গায় যাবেন। অনুসন্ধান শেষে দুদকে এ বিষয়ে প্রতিবেদন জমা দেবেন।

দুপ্রকের সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য রাজু আহমাদ বলেন, পৌর শহরের ওই বাড়িতে মঙ্গলবার মোয়াজ্জেম হোসেনের স্ত্রী ও দুই সন্তান ছিলেন। দুদক কর্মকর্তারা মোয়াজ্জেম হোসেনের স্ত্রীর সঙ্গে কথা বলেছেন। শহরের এই বাড়ি মোয়াজ্জেম হোসেনের নামে নয়, এটি তাঁর স্ত্রীর নামে বলে জানা গেছে। ২০০৭ সালে বাড়িটি কেনা হয়েছিল। পুরোনো বাড়ির উত্তর পাশেই আরেকটি প্লটে নতুন করে দোকানপাট তৈরির কাজ চলছে। এটি পরে কিনেছেন মোয়াজ্জেম হোসেন।

আরও পড়ুন

মোয়াজ্জেম হোসেনের বাড়িতে সাত বছর ধরে কাজ করেন মিঠুন মারাক (৪৫)। তিনি বলেন, এখানে ৫ আগস্টের আগে থেকেই মোয়াজ্জেম হোসেনের স্ত্রী, সন্তানেরা বসবাস করছেন। মাঝেমধ্যে গ্রামের বাড়িতে গিয়েও বসবাস করেন তাঁরা।

মোয়াজ্জেম হোসেনের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময়ে প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হয়েছে। তাঁকে নিয়ে ২০১৩ সালের ২৪ ডিসেম্বর প্রথম আলোয় ‘সাংসদ মোয়াজ্জেমের বাড়িবিলাস’, ২০১৯ সালের ১৬ অক্টোবর ‘চাঁদাবাজির গডফাদার সাংসদ মোয়াজ্জেম’ ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি ‘অন্যের জমি দখল করে সাংসদের হাওর বাংলা’, ২০২৩ সালের ৩০ নভেম্বর ‘মোয়াজ্জেমের এমপি লীগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। তিনি ২০০৮ সালে প্রথম নৌকা প্রতীক নিয়ে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কিন্তু ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে আছেন।

আত্মগোপনে থাকার কারণে সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ৫ আগস্টের আগে প্রথম আলোকে তিনি বলেছিলেন, তাঁর সম্পদের হিসাব পরিষ্কার। সব আয়কর ফাইলে উল্লেখ আছে। বিদেশে কোনো বাড়ি নেই। টাকাও পাচার করেননি তিনি। দুদক তদন্ত করেও কিছু পায়নি।