মেহেরপুরে বিসিক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
মেহেরপুর বিসিকের এক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল আটটার দিকে মেহেরপুর বিসিক শিল্পনগরী এলাকায় একটি আমগাছ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
মারা যাওয়া ওই কর্মকর্তার নাম শামসুজ্জামান (৫৪)। তিনি মেহেরপুর বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুরতলা গ্রামে।
মেহেরপুর বিসিকের সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল হাসনাত বলেন, ‘শামসুজ্জামান চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরে এসে নিয়মিত অফিস করতেন। তবে মাঝেমধ্যে এই কার্যালয়ে রাতে থাকতেন। শনিবার সকাল ১০টার দিকে তিনি এ কার্যালয়ে আসেন। দুপুর পর্যন্ত কার্যালয়েই ছিলেন। বিকেলে পাশের গোপালপুর গ্রামের একটি চায়ের দোকানে চা পান করে সেখানে ক্যারমও খেলেছেন। পরে আবার কার্যালয়ে আসেন। রাতের পর তাঁর সঙ্গে আমাদের আর কারও সঙ্গে দেখা হয়নি। আজ সকালে এসে বিসিকের পাশের একটি পুকুরপাড়ের আমগাছে তাঁর ঝুলন্ত লাশ পাওয়ার খবর জানা যায়। পরে দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।’
বিসিক কর্মকর্তা শামসুজ্জামানের ছোট ভাই আহসানুজ্জামান বলেন, ‘অফিসের একটি মোটা অঙ্কের হিসাব–নিকাশ নিয়ে একটি ঝামেলায় ছিলেন শামসুজ্জামান। এটি বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি। তবে তিনি আমাদের কখনোই বিষয়টি জানাননি। আজ সকালে তাঁর লাশ উদ্ধারের বিষয়টি শুনতে পাওয়ার পর আমরা ঘটনাস্থলে আমরা এসেছি। আসলে তিনি আত্মহত্যা করেছেন, না অন্য কিছু, তা বুঝতে পারছি না।’
এ বিষয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এটি আত্মহত্যা, না এর পেছনে অন্য কোনো কারণ আছে, তা ময়নাতদন্ত করার বিষয়টি জানা যাবে।’