চাকায় ওড়না পেঁচি‌য়ে সড়কে ছিটকে পড়ে মেয়ের মৃত্যু, মা গুরুতর আহত

লাশ
প্রতীকী ছবি

মা লিপি বেগমের সঙ্গে ভ্যানে চড়েছিল তিন বছরের শিশু তাহসিনা তানিশা। তবে পথে ভ্যানের চাকার সঙ্গে লিপি বেগমের ওড়না পেঁচিয়ে গেলে দুজনেই সড়কের ওপর ছিটকে পড়েন। পরে তাহসিনা তানিশাকে হাসপাতালে নেওয়া হলে কিছু সময় পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তানিশার মা লিপি বেগম হাসপাতালে চিকিৎসাধীন।

আজ বুধবার সকালে যশোর সদর উপজেলার নারাঙ্গালী বাজারে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত তানিশা যশোর সদর উপজেলার ডুমদিয়া গ্রামের ওসমান গনির মেয়ে। তানিশার মা লিপি বেগম গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে লিপি বেগম তাঁর মেয়ে তানিশাকে নিয়ে ভ্যানে চড়ে যশোর সদর উপ‌জেলার দত্তপাড়া থেকে নারাঙ্গালী যাচ্ছিলেন। পথে নারাঙ্গালী বাজার অতিক্রমের সময় ভ্যানের চাকার সঙ্গে লিপি বেগমের ওড়না পেঁচিয়ে যায়। এ সময় তানিশা ও লিপি বেগম দুজনই রাস্তার ওপরে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তানিশার মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ভ্যান থেকে ছিটকে পড়ে শিশু তানিশার মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুর পরিবারের কোনো অভিযোগ নেই।