শ্রমিকনেতা শহিদুল হত্যার মামলার আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার

গাজীপুরে সন্ত্রাসী হামলায় নিহত শ্রমিকনেতা শহিদুল ইসলাম
ছবি: সংগৃহীত

কক্সবাজার সৈকতের একটি হোটেল থেকে গাজীপুরের টঙ্গীতে শ্রমিকনেতা শহিদুল ইসলাম হত্যা মামলার আসামি আকাশ আহমেদ ওরফে বাবুলকে (৪৩) গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সৈকতের কলাতলী এলাকার একটি হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় সব মিলিয়ে এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হলো।

র‌্যাব-১৫–এর কক্সবাজার কার্যালয়ের উপ অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক আজ শুক্রবার দুপুরে র‌্যাব-১৫–এর কক্সবাজার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। গ্রেপ্তার আকাশের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বটটেকি গ্রামে। তাঁর বাবার নাম সিদ্দিকুর রহমান।

এ সম্পর্কে র‌্যাব-১৫–এর কক্সবাজারের সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ স্বীকার করেছেন তিনি শ্রমিকনেতা শহিদুল ইসলাম হত্যার ঘটনায় জড়িত। গ্রেপ্তার এড়াতে তিনি কক্সবাজার এসে আত্মগোপন করেন। আকাশকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত ২৫ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কাস ফেডারেশনের গাজীপুর জেলা সভাপতি শহিদুল ইসলাম শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস আদায়ের বিষয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় নিহত হন। এ ঘটনায় ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কল্পনা আক্তার বাদী হয়ে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে সাত জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। পরে মামলাটি শিল্প পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, পুলিশের পাশাপাশি র‌্যাবও এই মামলার ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ের সদস্যরা গতকাল বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি আকাশকে গ্রেপ্তার করেন।

আরও পড়ুন