শ্রীপুরে বকেয়া পরিশোধসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে ক্রাউন ওলেন ওয়্যার কারখানার শ্রমিকেরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। মঙ্গলবার দুপুরে শ্রীপুরের সলিং মোড় এলাকায়ছবি: প্রথম আলো

গাজীপুরের শ্রীপুরে ছুটির বকেয়া টাকা পরিশোধসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের সলিং মোড় এলাকা অবরোধ করে রাখেন শ্রমিকেরা। চার ঘণ্টা পর দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই এলাকার ক্রাউন ওলেন ওয়্যার কারখানার শ্রমিকদের ২০২৩ ও ২০২৪ সালের ছুটির টাকা বাকি পড়ে আছে। এর পাশাপাশি ঈদ বোনাস, টিফিন বিল, হাজিরা বোনাস দেওয়ার দাবি জানিয়ে আসছেন তাঁরা। এ ছাড়া কথায় কথায় শ্রমিক ছাঁটাই, শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ বন্ধ করা এবং শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণের জড়িত এক কর্মকর্তাকে চাকরিচ্যুত করার দাবি জানিয়েছেন তাঁরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টা থেকে ওই এলাকার ক্রাউন ওলেন ওয়্যার কারখানার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকেরা। এ সময় ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা ১টায় কারখানা কর্তৃপক্ষ কিছু দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তাঁরা সড়ক থেকে সরে গিয়ে কারখানার আশপাশে অবস্থান নেন।

বিক্ষুব্ধ শ্রমিকদের একজন আমেনা খাতুন বলেন, ‘আমাদের বকেয়া টাকা পরিশোধ করার কথা থাকলেও তারা তা‌ করছেন না।’ অপর শ্রমিক মো. শরিফুল ইসলাম বলেন, শ্রমিকদের সঙ্গে কারখানার কিছু কর্মকর্তা অত্যন্ত বাজে আচরণ করেন। এসব বন্ধ করে তাঁদের সব বকেয়া পরিশোধ করতে হবে।

একই কারখানার অপর শ্রমিক তানিয়া আক্তার বলেন, এমনিতেই স্বল্প টাকা বেতন পান তাঁরা; তার ওপর যদি বিভিন্ন সুযোগ–সুবিধা বন্ধ করে দেওয়া হয়, তাহলে শ্রমিদের জীবন যাপন করা কষ্টসাধ্য হয়ে যায়। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁরা মূল ফটক বন্ধ করে ভেতরে অবস্থান করছেন।

শিল্প পুলিশের শ্রীপুর সাব–জোনের ইনচার্জ মো. আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন দাবি আদায়ের জন্য শ্রমিকেরা রাস্তা অবরোধ করেছিল। পরে আমরা দুই পক্ষের সঙ্গে আলাপ করে সমাধান করেছি। বেশির ভাগ দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ। এর পর শ্রমিকেরা রাস্তা ছেড়ে চলে আসে। কারখানার মালিক এসে বাকি দাবিদাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে। এখন সেখানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’