ঘন কুয়াশায় দুই নৌপথে ৯ ঘণ্টা ফেরি বন্ধ, পরে চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ। দৌলতদিয়া টার্মিনালের সামনে গাড়ির লম্বা সারি। আজ শুক্রবার সকালেছবি: এম রাশেদুল হক

ঘন কুয়াশার কারণে আবারও গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া এবং মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথে ফেরিসহ নৌযান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রায় সোয়া ৯ ঘন্টা বন্ধের পর আজ শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে এই রুটে ঘন কুয়াশার কারণে গতকাল রাত ১টা ৩০ মিনিট থেকে ফেরি বন্ধ হয়।

অপরদিকে আরিচা-কাজিরহাট নৌপথেও প্রায় ৯ ঘন্টা পর আজ সকাল সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে এই রুটে গতকাল রাত দেড়টা থেকে ফেরি বন্ধ করে দেওয়া হয়। বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আব্দুস সালাম তথ্য নিশ্চিত করেন।

এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া যানবাহনবোঝাই ছোট-বড় পাঁচটি ফেরি মাঝনদীতে ঘন কুয়াশার কবলে পড়ে আটকা পড়ে। অন্য ফেরিগুলো ঘাট এলাকায় নোঙর করে ছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্র জানায়, তিন দিন ধরে ঘন কুয়াশার কারণে এই দুই নৌপথে মধ্যরাত থেকে পরদিন সকাল পর্যন্ত ফেরিসহ অন্যান্য নৌযান বন্ধ থাকছে। গতকাল প্রায় চার ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চালু হয়। গতকাল মধ্যরাত থেকে আবার ঘন কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত হয়। রাত একটার দিকে ঘাট ছেড়ে যাওয়া ফেরি ভাষা শহীদ বরকত ও কপোতী মাঝনদীতে দিক হারিয়ে আটকা পড়ে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে রাত ১টা ৩০ মিনিট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সব ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এ সময় দৌলতদিয়া ঘাট এলাকায় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও হাসনা হেনা নামের তিনটি খালি ফেরি নোঙর করে থাকে। একইভাবে পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনবোঝাই বনলতা, শাহ পরান ও গৌরী এবং এনায়েতপুরী ও ফরিদপুর নামক আরও দুটি খালি ফেরি নোঙর করে থাকতে বাধ্য হয়। ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া এবং পাটুরিয়া ঘাট এলাকায় মহাসড়কে নদী পাড়ি দিতে আসা যানবাহন ও যাত্রীসাধারণ বাড়তি ভোগান্তির শিকার হন।

এদিকে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথেও গতকাল দিবাগত মধ্যরাত থেকে ফেরি চলাচলে ঝুঁকি দেখা দেয়। রাত সোয়া একটার দিকে আরিচা ঘাট থেকে কাজিরহাটের উদ্দেশে ছেড়ে যাওয়া চিত্রা নামক ফেরি এবং কাজিরহাট থেকে আরিচার উদ্দেশে ছেড়ে আসা খান জাহান আলী নামক ফেরি দুটি নদীতে ঘন কুয়াশায় আটকা পড়ে। আরিচা ঘাটে বীরশ্রেষ্ঠ হামীদুর রহমান, ধানসিঁড়ি ও শাহ আলী নামক তিনটি ফেরি এবং কাজিরহাট ঘাটের কাছে কিষাণী নামক ফেরি নোঙর করে ছিল।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আবদুস সালাম জানান, কুয়াশার কারণে তিন দিন ধরে গুরুত্বপূর্ণ দৌলতদিয়া ও পাটুরিয়া এবং আরিচা ও কাজিরহাট এই দুই নৌপথে ফেরিসহ নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিদিন মধ্যরাত থেকে শুরু করে পরদিন সকাল পর্যন্ত কয়েক ঘণ্টা করে ফেরি বন্ধ থাকছে। ভারী কুয়াশার কারণে গতকাল দিবাগত রাত দেড়টা থেকে সাময়িক সময়ের জন্য এই দুই নৌপথে ফেরিসহ নৌযান চলাচল বন্ধ ছিল। কুয়াশা কেটে যাওয়ার পর আবার ফেরি চলাচল শুরু হয়েছে।