সিলেটে পানিতে ডুবে খালা ও ভাগনের মৃত্যু
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে খালা ও ভাগনের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা দুইটার দিকে উপজেলার রাধানগর গ্রামে আবদুল মালেকের বাড়ির পাশের পুকুরে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন উপজেলার পূর্ব ইসলামপুর রাধানগর গ্রামের আবদুল মালেকের মেয়ে রুমা বেগম (১৩) ও রুমার ভাগনে আবদুল্লাহ (৪)। রুমা বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ছিল।
ওই দুই শিশুর পরিবারের সূত্রে জানা গেছে, আবদুল্লাহ তিন দিন আগে নানার সঙ্গে বেড়াতে রাধানগর গ্রামে আসে। রোববার সকালে আবদুল্লাহ তার খালা রুমার সঙ্গে বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে দুই শিশু বাড়ির পাশের পুকুরে গোসলে নেমে যায়। একপর্যায়ে দুই শিশুর পরিবারের সদস্যরা তাদের দেখা না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করতে থাকে। এ সময় পুকুরে খুঁজতে গিয়ে দুই শিশুকে তাঁরা অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা–পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই শিশুর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
আবদুল্লাহর বাবা ইরফান আলী জানান, পুকুরে ডুবে ছেলের মৃত্যুর খবর শুনে শ্বশুরবাড়িতে এসে দেখতে পান ছেলের সঙ্গে শ্যালিকারও মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর কোনো অভিযোগ নেই।
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, ওই দুই শিশুর পরিবারের কোনো অভিযোগ নেই। পরে পুলিশ এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলার পর লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করে।