বালিয়াডাঙ্গীতে নছিমন-থ্রিহুইলার-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নছিমন, ডিজেলচালিত থ্রি-হুইলার (তিন চাকার যান) ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী আঞ্চলিক সড়কের বালিয়াপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন রানীশংকৈল উপজেলার মুজাহিদাবাদ গ্রামের আলিম উদ্দীন (৫৫), আরাজি চন্দনচহট গ্রামের আবুল হোসেন (৬৭) ও বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান (৪৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঠাকুরগাঁও থেকে একটি থ্রি-হুইলার বালিয়াডাঙ্গীর দিকে যাচ্ছিল। ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী আঞ্চলিক সড়কের বালিয়াপুকুর এলাকায় পৌঁছালে পাশের একটি রাস্তা থেকে মোটরসাইকেল নিয়ে সড়কে ওঠে পড়েন সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান। মোটরসাইকেলটি প্রথমে থ্রি-হুইলারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় পেছনে থাকা নছিমন এসে থ্রি-হুইলারকে চাপা দেয়। এতে থ্রি-হুইলার ও মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং থ্রি-হুইলারের যাত্রী আলিম উদ্দীন ঘটনাস্থলেই নিহত হন।
ত্রিমুখী সংঘর্ষে আহত হন সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান, উপজেলার ফুলতলা গ্রামের লিমন (২০), আমজানখোর ইউনিয়নের হরিণমারী গ্রামের আবেদুল হক (৪০), ভানোর ইউনিয়নের হলদিবাড়ী গ্রামের হাবিবুর রহমান (৩৬) ও রানীশংকৈল উপজেলার আরাজি চন্দনহাট গ্রামের আবুল হোসেন। খবর পেয়ে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুরের বিভিন্ন হাসপাতালে পাঠান।
এদিকে চিকিৎসাধীন থাকা অবস্থায় ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আবুল হোসেন এবং দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে মোস্তাফিজুর রহমান মারা যান।
বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক আবদুস সোবহান বলেন, ঘটনাস্থল থেকে দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল, নছিমন ও থ্রি–হুইলারটি জব্দ করে থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।