সম্পদের হিসাব গোপন রাখার দায়ে ডিবির সাবেক এসআইয়ের কারাদণ্ড

আদালতপ্রতীকী ছবি

দেড় কোটি টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক উপপরিদর্শক (এসআই) মো. আকবর আলী শেখকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার খুলনার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ইয়াসিন আলী। রায় ঘোষণার সময় আকবর আলী আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০১১ সালে পুলিশের উপপরিদর্শক আকবর আলীর দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা সম্পদ বিবরণীতে ১০ লাখ ৪১ হাজার ৮৩৬ টাকার সম্পদ থাকার তথ্য উল্লেখ করেন। কিন্তু তাঁর ১ কোটি ৮২ লাখ ৯৯ হাজার ৮৭ টাকার সম্পদ থাকার তথ্য পাওয়া যায়। এর মধ্যে হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন থেকে ১৯ লাখ ৭৫ হাজার টাকা এবং অফিস থেকে গৃহনির্মাণ বাবদ ১ লাখ ২০ হাজার টাকা ঋণ গ্রহণের তথ্য পাওয়া গেছে। তিনি তাঁর বিবরণীতে ১ কোটি ৫১ লাখ ৬২ হাজার ২৫১ টাকার সম্পদ থাকার তথ্য গোপন করেছেন, যা তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তিনি ওই সম্পদ অর্জন করে দখলে রাখায় অপরাধ করেছেন।

এ ঘটনায় দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহাতাব উদ্দিন ২০১৬ সালের ২২ মার্চ বাদী হয়ে খুলনা থানায় একটি মামলা করেন। ২০১৭ সালের ২০ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক নাজমুল হুসাইন আদালতে আকবর আলী শেখকে আসামি করে অভিযোগপত্র জমা দেন। মামলা চলাকালে ২০২২ সালে মো. আকবর আলীকে চাকরি থেকে সাময়িক প্রত্যাহার করা হয়।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, মামলায় নয়জনের মধ্যে আটজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আদালত এই রায় দেন।