বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ জন আহত
চট্টগ্রামের বাঁশখালীতে বাজারে আগুন লাগার পর ব্যবসায়ীরা গ্যাস সিলিন্ডারসহ মালপত্র এক পাশে জড়ো করছিলেন আগুনের হাত থেকে সেসব জিনিসপত্র বাঁচাতে। কিন্তু জড়ো করা মালামালের মধ্যেই হঠাৎ বিস্ফোরিত হয় সিলিন্ডার। এতে ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। উপজেলার মোশাররফ আলী হাটে সকাল ১০টার সময় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মোহাম্মদ শাকিল (১৫) নামের এক কিশোরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সে স্থানীয় মোহাম্মদ ইসমাইলের ছেলে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকালে আগুন লেগে বাজারের সাতটি দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানমালিকেরা হলেন মোশাররফ মোহাম্মদ মুবিন, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ বেলাল, মুরাদ, মোহাম্মদ এনাম, মোহাম্মদ মুজিব ও মোহাম্মদ মফিজ।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও বাজারের ব্যবসায়ী নাসিম ফারুক বলেন, আগুন ধরে গেলে দোকানিরা তাঁদের মালামাল এক জায়গায় রাখেন। সেখানে একটি সিলিন্ডারও ছিল। প্রায় এক ঘণ্টা পর সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।
বাঁশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. আযাদুল ইসলাম বলেন, ‘আমরা আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হই। কিন্তু ততক্ষণে আগুনে দোকানগুলো পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার ঘণ্টাখানেক পর সিলিন্ডার বিস্ফোরণে ৮ থেকে ১০ জন আহত হওয়ার খবর পেয়েছি।’
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিউর রহমান মজুমদার বলেন, হাসপাতালে কোনো দগ্ধ রোগী আসেনি।