ইজিবাইক আটকে গিয়েছিল রেললাইনের ওপর, ব্রেক কষে ট্রেন থামালেন লোকোমাস্টার
চার যাত্রী নিয়ে একটি ইজিবাইক আটকে গিয়েছিল রেললাইনের ওপর। সে সময় একটি ট্রেনও আসছিল; কিন্তু দূর থেকে ইজিবাইকটি দেখে ট্রেনচালক (লোকোমাস্টার) চলন্ত ট্রেনের ব্রেক কষেন। ট্রেনটি ইজিবাইকটির কাছাকাছি এসে দাঁড়ায়। এতে গরিব চালকের ইজিবাইকটি রক্ষা পায়। মানুষের হতাহতের আশঙ্কাও কেটে যায়।
ব্রাহ্মণবাড়িয়া সদরের একটি অরক্ষিত রেলগেটে আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ইজিবাইকটির চালক বা যাত্রী কারও পরিচয় জানা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, আজ বেলা ২টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন অতিক্রম করে। সদরের কাউতলী তিতাস পাড়া এলাকার অরক্ষিত একটি রেলগেট অতিক্রম করার সময় একটি ইজিবাইক রেললাইনের ওপর আটকে পড়ে। ইজিবাইকে চালক ও যাত্রীসহ পাঁচজন ছিলেন। বেলা সোয়া দুইটার দিকে ওই এলাকা অতিক্রম করার সময় দূর থেকে রেলগেটের ওপর ইজিবাইক আটকে আছে দেখতে পান লোকোমাস্টার শাহ মো. এনায়েত হোসেন খান। সঙ্গে সঙ্গে জোরে ব্রেক কষে ইজিবাইকের কাছাকাছি গিয়ে ট্রেন থামান তিনি। পরে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে রেললাইন থেকে ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দিয়ে রাস্তায় নিয়ে যান। এতে ইজিবাইকটি রক্ষা পায়। দুর্ঘটনা এড়াতে পারায় কেউ হতাহত হননি।
সদরের ভাদুঘর গ্রামের মো. জামাল খান নামের এক ব্যক্তি ঘটনাটি নিজের ফেসবুক আইডিতে লাইভ ভিডিও করেন। জামাল খানকে ফেসবুক লাইভে বলতে শোনা গেছে, ‘অল্পের জন্য একটি অটো কাউতলীতে আটকে গিয়েছিল। ড্রাইভারের দক্ষতার কারণে মানুষগুলা বেঁচে যায়। অটোতে মানুষ ছিল, মানুষগুলো বেঁচে যায়। তিনি তাৎক্ষণিকভাবে ট্রেন নিয়ন্ত্রণে আনছেন। দুই হাত দূরত্বে অটো ও ট্রেন ছিল।’ ফেসবুক লাইভ ভিডিওতে আশপাশের লোকজনকে ঘটনাস্থলে জড়ো হতে দেখা যায়।
এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত মাস্টার জসিম উদ্দিন জানান, ঘটনাটি তাঁর জানা নেই।
নাসিরাবাদ এক্সপ্রেসের লোকোমাস্টার শাহ মো. এনায়েত হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘এটি আল্লাহর রহমত। আমার কিছুই করার ছিল না। আমি ভেবেছিলাম, ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে গেছে। পরে দেখলাম, লাগেনি।’ তিনি বলেন, ‘চারদিকে গাছপালা ও ঘোলা থাকায় কিছুই স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। ৫০-৬০ গজ দূরত্ব থেকে একটি অটো পেছন থেকে কেউ ঠেলছে দেখি। কিছু একটার মধ্যে আটকে গেছে মনে হয়েছে। ট্রেনের ব্রেক কষলাম, খুব কাছাকাছি গিয়ে ট্রেন থামল।’