যশোরে মেলায় ফুচকা খেয়ে ২৩৫ জনের অসুস্থতার ঘটনায় মামলা, দোকানি গ্রেপ্তার

যশোরের অভয়নগরে মেলায় ফুচকা খেয়ে অসুস্থ রোগীদের অধিকাংশের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল তোলাছবি: প্রথম আলো

যশোরের অভয়নগরের ঈদমেলায় ফুচকা খেয়ে ২৩৫ জনের অসুস্থতার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ মামলায় গতকাল বুধবার রাতে মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া এলাকার নিজ বাড়ি থেকে ফুচকা দোকানি মনির হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে গতকাল সন্ধ্যায় অভয়নগর থানায় নিরাপদ খাদ্য আইনসহ কয়েকটি ধারায় মামলা করেন তানজিম হোসাইন নামের এক ভুক্তভোগী। এতে মনিরকে একমাত্র আসামি করা হয়েছে।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলিম জানান, ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়া তানজিম হোসাইন গতকাল দোকানি মনিরের বিরুদ্ধে থানায় মামলা করেন। এরপর গতকাল রাতেই গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে নেওয়ার কথা আছে।

গত সোমবার ঈদের দিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার দেয়াপাড়া গ্রামের দক্ষিণ দেয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুচকা খেয়ে প্রায় আড়াই শ মানুষ অসুস্থ হয়ে পড়েন। অধিকাংশের পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা, খিঁচুনি ও জ্বর দেখা দেয়। তাঁদের মধ্যে অন্তত ২৩৫ জন হাসপাতালে চিকিৎসা নেন। গুরুতর অসুস্থতার জন্য ১৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আর বাকিদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসব রোগীর সবাই বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসকেরা।

আরও পড়ুন

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলীমুর রাজিব আজ বেলা সাড়ে ১১টার দিকে বলেন, অবস্থার উন্নতি হওয়ায় ওই ঘটনায় অসুস্থ ১৪৮ জনকে চিকিৎসাপত্র দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। আর ৭৩ জন রোগী ভর্তি আছেন। তাঁদের অবস্থাও উন্নতির দিকে।